ইনসাইড বাংলাদেশ

‘তারেকের হাতে বিএনপি নিরাপদ নয়’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 06/02/2018


Thumbnail

তারেক জিয়ার কর্তৃত্ব মানতে অস্বীকৃতি জানিয়েছেন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ। তাঁরা বেগম জিয়া গ্রেপ্তার হলে যৌথ নেতৃত্বে দল পরিচালনার দাবী জানিয়েছেন। তাঁরা বলেছেন ‘আইনী লড়াইয়ের মাধ্যমেই বেগম জিয়াকে মুক্ত করা সম্ভব।’ তারেক জিয়ার সর্বাত্মক আন্দোলনকে তার হটকারী বলে প্রত্যাখান করে শান্তিপূর্ণ আন্দোলন এবং নির্বাচনের প্রস্তুতির সিদ্ধান্ত নিয়েছে। বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্র এখবর নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট সূত্র গুলো জানিয়েছে, সোমবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে: জে: (অব.) মাহাবুবুর রহমানের বাসায় ঐ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অন্তত: আরো দুজন স্থায়ী কমিটির সদস্য সহ একাধিক কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন। বৈঠকে একাধিক নেতা তারেক জিয়ার নেতৃত্ব চ্যালেঞ্জ করে বলেছেন ‘তারেকের হাতে বিএনপি নিরাপদ নয়।’ তারা সরকার পতনের আন্দোলন নয় বরং নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের পথ গ্রহণের জন্য দাবী জানিয়েছেন। লে: জে: মাহাবুব মঙ্গলবার রাতে বেগম জিয়ার সাথে সাক্ষাৎ করে বিএনপির এই মনোভাব জানাবেন বলেও জানা গেছে।


বাংলা ইনসাইডার/এমআরএইচ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭