ইনসাইড গ্রাউন্ড

দলে ফিরলেন নেইমার, কোরিয়ার লক্ষ্য অঘটন


প্রকাশ: 06/12/2022


Thumbnail

ব্রাজিলের বিপক্ষে রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে মুখোমুখি হয়েছে দক্ষিণ কোরিয়া। এই বিশ্বকাপের শিরোপার অন্যতম দাবিদার সেলেসাওরা। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে দারুণ ফুটবল খেলেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। শেষ ম্যাচে দলে নানা পরীক্ষা-নীরিক্ষা চালায় ব্রাজিল কোচ তিতে। সে ম্যাচের ফল নিজেদের পক্ষে না আসলেও দ্বিতীয় রাউন্ডের ম্যাচে শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামছে লাতিন পরাশক্তিরা। আর দলটির সবচেয়ে বড় তারকা নেইমার দলে ফেরায় স্বস্তিও ফিরেছে ব্রাজিল দলে।

গ্রুপ পর্বে কঠিন পরীক্ষা দিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে দক্ষিণ কোরিয়া। প্রথম রাউন্ডের শেষ ম্যাচে পর্তুগালকে হারিয়ে শেষ ষোল'র টিকিট পেয়েছে দলটি। সে জয়ের আত্নবিশ্বাস নিয়েই আজ ব্রাজিলের বিপক্ষে খেলবে সন হিউং মিনেরা। মাঠে নিজেদের পরিকল্পনার বাস্তবায়ন করে ২০০২ বিশ্বকাপের পর আবারো কোয়ার্টার ফাইনালে খেলার স্বপ্ন দেখছে এশিয়ার দলটি। তবে সেজন্য তাদের অঘটন ঘটাতেই হবে।

দুই দলের একাদশ ও ফর্মেশন:

ব্রাজিল একাদশ:

অ্যালিসন, দানিলো, থিয়াগো সিলভা, মার্ককুইনোস, এদার মিলিতাও, কাসেমিরো, লুকাস পাকুয়েতা, নেইমার, রিচার্লিসন, রাফিনিয়া, ভিনিসিউস জুনিয়র।

ফর্মেশন: ৪-৩-৩

দক্ষিণ কোরিয়া একাদশ:

কিম সিউন গিউ, কিম জিন সু, কিম মিন জাই, কিম মুন হোয়ান, কিম ইয়াং উন, জুং উ ইয়াং, হোয়াং ইন বিউম, লি জায়ে সুং, হোয়াং হি চান, সন হিউং মিন, চো গুয়ে সাং।

ফর্মেশন: ৪-৪-২



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭