ইনসাইড গ্রাউন্ড

কোয়ার্টার ফাইনালে এক পা ব্রাজিলের


প্রকাশ: 06/12/2022


Thumbnail

ম্যাচের শুরু থেকেই ব্রাজিলের আক্রমণাত্নক ফুটবলের সামনে খোলসবন্দী হয়ে পড়ে দক্ষিণ কোরিয়া। বেশ কয়েকবার দক্ষিণ কোরিয়ার আক্রমণভাগে ঢোকার চেষ্টা করলেও ঠিকঠাক গুছিয়ে নিতে পারছিলেন না ব্রাজিলের ফুটবলাররা। সে সুবিধা ব্রাজিল পায় ম্যাচের ৭ মিনিটেই। ডান প্রান্ত থেকে রাফিনিয়ার দারুণ এক ক্রস থেকে বুদ্ধিমত্তার সাথে বল জালে জড়ান ভিনিসিউস জুনিয়র। ১-০ গোলে এগিয়ে যায় সেলেসাওরা। বিশ্বকাপে এটি ভিনির প্রথম গোল। আর ব্রাজিলের জার্সি গায়ে দ্বিতীয়।

সেই রেশ কাটতে না কাটতেই ম্যাচের ১১ মিনিটে রিচার্লিসনকে ফাউল করে পেনাল্টি পায় ব্রাজিল। সেখান থেকে লক্ষ্যভেদ করে ব্যবধান ২-০ করেন নেইমার। ইনজুরি কাটিয়ে দলে ফিরেই গোল পেলেন এই তারকা ফুটবলার। তবে উড়ন্ত সূচনা পায় ব্রাজিল। একের পর এক আক্রমণ করে চাপ বাড়াতে থাকে সেলেসাওরা। ম্যাচের ২৯ মিনিটে ব্রাজিলের হয়ে তৃতীয় গোল করেন রিচার্লিসন। থিয়াগো সিলভার পাস থেকে বুদ্ধিমত্তার সাথে বোকা বানান গোলরক্ষককে। নেচে-গেয়ে উদযাপন করে নেইমার-থিয়াগো সিলভারা।

৯ মিনিট পর আবারো লক্ষ্যভেদ ব্রাজিলের। বাম প্রান্ত পাওয়া ক্রসে দারুণ এক শটে গোল করেন লুকাস পাকুয়েতা। যা বিশ্বকাপে তার ব্রাজিলের জার্সি গায়ে প্রথম গোল। প্রথমার্ধেই ৪-০ গোলে এগিয়ে গিয়ে ম্যাচে চালকের আসনে বসে ব্রাজিল। রাফিনিয়াকে ফাউল করে ৪৪ মিনিটে ম্যাচের প্রথম হলুদ কার্ড দেখেন জুং উ ইয়াং।

পুরো ম্যাচেই বলের দখল থেকে আক্রমণ দুই দিকেই এগিয়ে ছিলো সেলেসাওরা। আর প্রথমার্ধেই চার গোল হজম করে এলোমেলো হয়ে যায় এশিয়ার একমাত্র প্রতিনিধিরা।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭