ইনসাইড বাংলাদেশ

‘বিড়ালও বাঘ রিজভীও নেতা’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 06/02/2018


Thumbnail

এক সময়ে বিএনপির জাদরেল নেতা ছিলেন। জিয়াউর রহমানের সবচেয়ে বিশ্বস্তদের মধ্যে তিনি অন্যতম। বেগম জিয়ারও ঘনিষ্ঠ ছিলেন। কিন্তু হঠাৎ এক ঝড়ে তিনি বিএনপি থেকে বেরিয়ে যান। গড়েছেন নতুন দল। বিএনপির সাথে তার সম্পর্ক এখনো এই ভালো এই খারাপ। মাঝে গুঞ্জন ছিলো বিএনপিতে যোগদেবেন। কিন্তু নিজেই সেই প্রস্তাব সরিয়ে দিয়েছেন। তবে, বিএনপিতে এখনও তার ভক্ত, অনুসারী কম না। পরিচ্ছন্ন রাজনীতিবীদ হিসেবে তার আলাদা ইমেজ আছে। কর্নেল (অব:) অলি আহমেদ। এলডিপি চেয়ারম্যান। সম্প্রতি বিএনপির কয়েকজন নেতা গিয়েছিলেন তার সাথে পরামর্শ করতে। বেগম জিয়ার রায় নিয়ে করনীয় কি? এসব নিয়ে বিএনপির ঐ কর্মীরা কথা বলেন কর্নেল (অব:) অলির সাথে। কর্নেল (অব:) অলি আহমেদ বিএনপির ঐ কর্মীদের বলেছেন ‘বিএনপি তো প্রথমেই মানুষকে ঘরে উঠিয়ে দিচ্ছে। লোকজন আতংকিত। এভাবে কি আন্দোলন হয়?’ তিনি ৯০ এর গণঅভুত্থানের উদাহরণ দিয়ে ঐ কর্মীদের বলেছেন ‘জনগনকে রাস্তায় না নামাতে পারলে কোন আন্দোলন সফল হবে না। বিএনপি তো সেই কাজটা করতে পারছে না, বরং উল্টো করছে। বিএনপি জনমনে আতংক ছড়িয়ে দিয়েছে।’ অলি আহমেদ বলেছেন ‘আমার তো মনে হয় ৮ তারিখে লোকজন ঘরেই ছুটি কাটাবে।’ প্রবীন এই নেতা বলেন ‘নেতৃত্বের ব্যর্থতার জন্য এটা হচ্ছে। নেতারা কই, তারা কেন বেড় হচ্ছেন না। সারাদিন এক রিজভী বক বক করছে। এইট্যা কে? বিড়ালও বাঘ, রিজভীও নেতা। বিএনপির নেতারা যদি ভয় কাটিয়ে রাস্তায় না নামে, তাহলে কিছুই হবে না।’



বাংলা ইনসাইডার/এমআরএইচ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭