ওয়ার্ল্ড ইনসাইড

দ্বিতীয় মেয়াদে নির্বাচন করবেন বাইডেন?


প্রকাশ: 06/12/2022


Thumbnail

দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে জো বাইডেন থাকবেন কি না তা আগামী বছর  শুরুর (২০২৩) দিকে জানা যাবে। বাইডেনের প্রধান সহযোগী (চিফ অব স্টাফ) রন ক্লেইন এই তথ্য জানিয়েছেন।

আগামী ২০২৪ সালে ‍যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন হবে। রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নির্বাচন করে ২০১৯ সালের ডিসেম্বরে প্রেসিডেন্ট নির্বাচিত হন ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন। প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে ২০২৪ সালে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন।

বাইডেনের প্রধান সহযোগী রন ক্লেইন বলেছেন, বাইডেন তার পরিবারের সঙ্গে পরামর্শ করছেন। নববর্ষের ছুটি উদযাপন শেষে তিনি তার সিদ্ধান্ত জানাবেন।

৮০ বছর বয়সে ইতোমধ্যে বাইডেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্টের তালিকায় নাম লিখিয়েছেন। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হলে পদ ছাড়ার সময় তার বয়স হবে ৮৬ বছর।  

বাইডেনের সহযোগী রন ক্লেইন বলেছেন, প্রার্থী হবেন কিনা সেই সিদ্ধান্ত বাইডেনের নিজের। তবে দেশের অসংখ্য ডেমোক্রেটস তাকে প্রার্থী হিসেবে চান। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭