ইনসাইড বাংলাদেশ

৮ ফেব্রুয়ারি রাজধানীতে সভা-সমাবেশ নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 06/02/2018


Thumbnail

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার তারিখ- ৮ ফেব্রুয়ারিতে ভোর ৪ টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত রাজধানীতে সবধরণের অস্ত্র ও বিস্ফোরক বহন, যান চলাচলে বিঘ্ন ঘটানো ও এবং রাস্তা বন্ধ করে যান চলাচল নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

এদিকে ৮ তারিখ রায় প্রদানকে কেন্দ্র করে ঢাকার বিভিন্ন প্রবেশপথে চেকপোস্ট বসানো হয়েছে। কেন্দ্র করে কেউ যেন নাশকতা করতে না পারে সেজন্য এই ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল এলাকায় রাজধানীমুখী বিভিন্ন গণপরিবহন থামিয়ে যাত্রী সাধারণকে তল্লাশি করতে দেখা যায়। এসময় যাত্রীদের কাছে তাদের গন্তব্যের বিষয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

এদিকে হঠাৎ চেকপোষ্টের কারণে কিছুটা বিড়ম্বনায় পড়েন রাজধানীবাসীসহ বিভিন্ন অঞ্চল থেকে ঢাকায় আসা লোকজন। 

বাংলা ইনসাইডার/এসএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭