ওয়ার্ল্ড ইনসাইড

টুইটার অফিসেই কর্মীদের ঘুমানোর ব্যবস্থা করছেন মাস্ক


প্রকাশ: 07/12/2022


Thumbnail

টুইটারের মালিক হওয়ার পর থেকেই কোম্পানিতে নানা পরিবর্তন আনছেন মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ও গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। টুইটার কার্যালয়ে পা রাখার পরপরই ইলন মাস্ক প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহীসহ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত করেন।

এখন পর্যন্ত টুইটার থেকে প্রায় ৫০ শতাংশ কর্মী ছাঁটাই করেন তিনি। তার কঠোর ভূমিকার কারণে আরো অনেকে স্বেচ্ছায় প্রতিষ্ঠানটি ছেড়ে চলে গেছেন। যারা রয়ে গেছেন, তাদের ওপর একের পর এক কঠিন নিয়ম চাপিয়ে দিচ্ছেন ইলন মাস্ক।

কর্মীদের জন্য দুপুরে ফ্রি খাবার সুবিধা বাতিল, বাসায় বসে কাজের সুবিধা বাতিলের পাশাপাশি অফিসে এসে সপ্তাহে ৪০ ঘণ্টা কাজের নিয়ম চালু করেন তিনি। এরই ধারাবাহিকতায় টুইটারের বিভিন্ন অফিসে কর্মীদের জন্য শয়নকক্ষ বানানো হচ্ছে।

ক্যালিফোর্নিয়া রাজ্যের সান ফ্রান্সিসকো শহরে টুইটারের সদর দফতরের বেশ কয়েকটি কক্ষ ইতোমধ্যে শোয়ার ঘরে রুপান্তর করা হয়েছে। সোমবার অফিসে ঢুকেই কর্মীরা দেখতে পান, কয়েকটি সম্মেলন কক্ষে তোশক পাতা রয়েছে। ঝোলানো রয়েছে পর্দা। রয়েছে কয়েকটি টেবিল ও বসার চেয়ারও। বিষয়টি সামনে আসতেই ফের আলোচনা-বিতর্ক শুরু হয়েছে।

টুইটার সদর দপ্তরের একটি সূত্র জানিয়েছে, কক্ষে শোয়ার ব্যবস্থা করা হলেও কর্মীদের এ ব্যাপারে আগে থেকে কিছু জানানো হয়নি। যুক্তরাষ্ট্রের সময় গতকাল সোমবার কর্মীরা অফিসে ঢুকে নতুন এ বন্দোবস্তের ব্যাপারে জানতে পারেন।

ধারণা করা হচ্ছে, যেসব কর্মীকে দিনরাত একাকার করে কাজ করতে হচ্ছে এবং যাঁরা কাজ শেষে রাতে বাসায় ফিরতে পারছেন না, তাঁদের জন্যই ঘুমানোর এই বন্দোবস্ত।

এখন পর্যন্ত ঠিক কতগুলো অফিসে এই ঘুমানোর বন্দোবস্ত করা হয়েছে তা নিশ্চিত করে বলতে পারেননি কেউই। ইলন মালিকানা নিজের হাতে নেয়ার পর বহু কর্মীকে চাকরি হারাতে হয়েছে। তাই সংস্থার ভেতরে কী চলছে, তা নিয়েও মুখ খুলতে রাজি হচ্ছেন না কেউ। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭