ইনসাইড বাংলাদেশ

চকচকে হচ্ছে পুরনো কারাগারের নারী সেল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 06/02/2018


Thumbnail

৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া এতিমখানা দুর্নীতি মামলার রায়। এ উপলক্ষে ধুয়ে-মুছে পরিষ্কার করা হচ্ছে বকশীবাজারের পুরনো কারাগারের নারীসেল। সেখানের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে । নারী সেলে একটি সিলিং ফ্যান লাগানো হয়েছে, একটি খাট,একটি টেবিল বসানো হয়েছে এবং একজন মানুষ যেন থাকতে পারে সেই উপযোগী করে তোলা হচ্ছে।

বকশীবাজারের আলিয়া মাদ্রাসার আশেপাশের সকল সড়কে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে। কোনধরণের অরাজকতা এড়াতে সর্বক্ষণ টহল দিচ্ছে পুলিশ।

রায়কে কেন্দ্র করে যাতে বিএনপি কোন বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি না করে সে ব্যাপারে সদা সতর্ক দৃষ্টি রাখছে পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনীর সকল ইউনিট। এছাড়া ডিএমপি ও মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, রায়কে ঘিরে বিএনপির নেতাকর্মীরা কি কি অপতৎপরতা চালাতে পারে তাঁর উপর নজর রাখছে গোয়েন্দা সংস্থার সদস্যরা।

বাংলা ইনসাইডার/ এসআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭