ইনসাইড ইকোনমি

ঔষধের বিশ্ব বাজারকে বাধাগ্রস্ত করছে ঔষধ প্রশাসন অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 06/02/2018


Thumbnail

ঔষধ প্রশাসনের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী স্কয়ার, রেনেটার মতো রপ্তানি কার‌ক ঔষধ উৎপাদন কারী প্রতিষ্ঠান চলছে মেয়াদ উত্তীর্ণ উৎপাদন লাইসেন্স নিয়ে।  এরকম উদ্ভট তথ্য দিয়ে বাংলাদেশের  ঔষধের বিশ্ব বাজারকে বাধাগ্রস্ত করছে ঔষধ প্রশাসন।

নিয়ম অনুযায়ী, উৎপাদন লাইসেন্সের মেয়াদ শেষ হওয়ার আগে প্রয়োজনীয় তথ্য যাচাই বাছাই সাপেক্ষে নবায়নের জন্য ঔষধ প্রশাসন অধিদপ্তরে আবেদন করতে হয়। কোম্পানির আবেদন যথাযথ হলে এবং ঔষধ প্রশাসনের শর্ত পূরণ করলে লাইসেন্স নবায়ন করা হয়। নবায়নের পর নবায়ণ তথ্য অধিদপ্তরের ওয়েবসাইটে হালনাগাদ করা হয়। কিন্তু ঔষধ অধিদপ্তরের ওয়েবসাইটে গেলে বিভ্রান্ত না হওয়া ছাড়া উপায় নেই।

বাংলাদেশে শীর্ষ ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান একমি স্পেশালিষ্ট ফার্মাসিটিক্যালস লিমিটেড এর উৎপাদন লাইসেন্সের মেয়াদ ঔষধ প্রশাসনের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী ১৭ মে ২০১৩ সাল পর্যন্ত পাওয়া যায়। কিন্তু  প্রতিষ্ঠানটি উৎপাদন লাইসেন্সের মেয়াদ নবায়ন করলেও ঔষধ অধিদপ্তরের ওয়েবসাইটে আপডেট তথ্য দেওয়া হয়নি।

ঔষধ প্রশাসন অধিদপ্তরে তথ্য অনুযায়ী, এ্যারিস্টো ফার্মা লি এর উৎপাদন লাইসেন্সের মেয়াদ ২০১৭ সালের নভেম্বর মাসেই শেষ হয়ে গেছে। কিন্তু প্রতিষ্ঠানটি উৎপাদন লাইসেন্সের মেয়াদ নবায়ন করলেও ঔষধ অধিদপ্তরের ওয়েবসাইটে আপডেট তথ্য দেওয়া হয়নি।

একই ধরণের ঘটনা ঘটেছে স্কাইফ ফার্মাসিটিক্যাস লি., ইবনেসিনা ফার্মাসিটিক্যাস লি., ইনসেপ্টা হাইজিন এ্যান্ড হসপিকেয়ার লি., রেটিনা ফার্মাসিটিক্যাস লি., স্কয়ার সেফালোস্পোরিন লি., স্কয়ার ফার্মাসিটিক্যাস লি., ইউনাইটেড এবং ইউনিহেলথ ম্যানুফ্যাকচারার প্রতিষ্ঠানের  ক্ষেত্রেও।

ঔষধ প্রশাসন অধিদপ্তরের এরকম উদাসীনতার কারণে বিশ্ববাজারে এসব প্রতিষ্ঠানের উপর নীতিবাচক প্রভাব পড়ছে।  যার ফলে সার্বিকভাবে ঔষধ শিল্পের উৎপদন ব্যাহত হচ্ছে।

বাংলা ইনসাইডার/ এসএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭