ইনসাইড বাংলাদেশ

চট্টগ্রামে ছাত্রদলের ঝটিকা মিছিল, গাড়ি ভাঙচুর-আগুন


প্রকাশ: 08/12/2022


Thumbnail

চট্টগ্রামে ছাত্রদলের ঝটিকা মিছিলের পর একটি পিকআপ ভ্যানে আগুন এবং দুটি প্রাইভেট কারে ভাঙচুরের অভিযোগ উঠেছে।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে কোতোয়ালি থানার আলমাস মোড়ে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছেন ছাত্রদলের নেতারা।

পুলিশ সূত্রে জানা যায়, রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষে একজন নিহতের ঘটনা এবং বিএনপি নেতা–কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে ঝটিকা মিছিল বের করা হয়।

নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালি) অতনু চক্রবর্তী বলেন, 'আলমাসের মোড়ে দুটি প্রাইভেটকার ভাঙচুরের ঘটনা ঘটেছে। গাড়িতে আগুন দেওয়ার কোনো ঘটনা আমরা শুনিনি। ভাঙচুর করা গাড়ি দুটি থানায় আছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।' তিনি জানান, রাতে ছাত্রদল নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করেছেন। তাঁরা এই ঘটনা ঘটাতে পারে। সিসিটিভি দেখে গাড়ি ভাঙচুরকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক মুহাম্মদ সাইফুল আলম বলেন, ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যা ও বিএনপির কেন্দ্রীয় নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে মশাল মিছিল বের করি আমরা। শুনেছি আমরা মিছিল শেষ করে চলে আসার পর কে বা কারা গাড়ি ভাঙচুর ও গাড়িতে আগুন দিয়েছে। এর সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীরা জড়িত নন। ছাত্রদলের নেতাকর্মীকে ঘায়েল করতে আওয়ামী লীগের কর্মীরা এ ঘটনা ঘটাতে পারে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭