ইনসাইড গ্রাউন্ড

মিরাজের তুলনা শুধু মিরাজই


প্রকাশ: 08/12/2022


Thumbnail

গত দুই সপ্তাহ ধরে আর্জেন্টিনা-ব্রাজিল-ফ্রান্স-পর্তুগাল কিংবা মেসি-নেইমার-রোনালদো-এমবাপ্পেকে নিয়ে মাতামাতিতে আড়ালে পড়ে গিয়েছিল ক্রিকেট। মেহেদী হাসান মিরাজ যেন পুনঃজাগরণ ঘটালেন মিরপুর শেরেবাংলায়। ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সব আলো কেড়ে নিয়েছেন স্বাগতিক অলরাউন্ডার মিরাজ। গ্রেট শো অন আর্থ খ্যাত বিশ্বকাপ ফুটবলের ডামাডোলে মিরপুরের গ্যালারিতে আওয়াজ উঠল মিরাজ-মিরাজ-মিরাজ। ভারতের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের শুরু থেকেই দারুণ ক্রিকেট খেলছেন মেহেদি হাসান মিরাজ।

সিরিজের প্রথম ওয়ানডেতে ১৮৬ রান তাড়ায় ১২৮ রানে ৯ উইকেট হারিয়ে পরজায়ের শঙ্কায় ছিল বাংলাদেশ। দলের নিশ্চিত পরাজয় জেনেও ৩৯ বলে ৩৮ রানের লড়াকু ইনিংস খেলে দলকে ঐতিহাসিক এক জয় উপহার দেন মিরাজ, জিতেন ম্যাচ সেরার পুরস্কার। সেই মিরাজ আজ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নিজেকেই ছাড়িয়ে গেলেন। ভারতের বিপক্ষে বাংলাদেশের ৩ ম্যাচের সিরিজ ২-০ তে জেতার পেছনে অন্যতম কারিগর তিনি।

বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ জয় নিশ্চিত করতে নেমেও বিপাকে পড়ে যায় টাইগাররা। টস জিতে ব্যাটিংয়ে নেমে ৬৯ রানে ৬ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় বাংলাদেশ, তখন ত্রাতা হিসেবে মাথে আসেন মিরাজ। সপ্তম উইকেটে মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে ১৬৫ বলে ১৪৮ রানের অবিশ্বাস্য জুটি গড়েন। রিয়াদ আউট হওয়ার পর নাসুম আহমেদকে সঙ্গে নিয়ে শেষ ২৩ বলে ৫৩ রানের ঝড়ো ইনিংস খেলেন মিরাজ। এই জুটিতেই ক্যারিয়ার সেরা ১০০ রানের ইনিংস সাজান তিনি। তার শতরানের ইনিংসে ভর করে ৭ উইকেটে হারিয়ে ২৭১ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে বাংলাদেশ। বল হাতে শিকার করেন দুই উইকেট। ভারতকে ৫ রানে হারায় বাংলাদেশ।

যুব দলে থাকতেই নিজের আগমনী বার্তা দিয়ে রেখেছিলেন মেহেদি হাসান মিরাজ। অভিষেকের পর থেকে জাতীয় দলেও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে যাচ্ছেন এই অফ স্পিনিং অলরাউন্ডার। এক হাজার ৯৫৮ রান নিয়ে ভারতের বিপক্ষে ব্যাট করতে নামেন মিরাজ। ব্যক্তিগত ৪২ রানের সময় দুই হাজারি ক্লাবে পা রাখেন। বাংলাদেশের চতুর্থ ক্রিকেটার হিসেবে সব ফরম্যাট মিলিয়ে দুই হাজার রান এবং ২০০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন মিরাজ।

ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে শেষ উইকেটের এমন জয়ের পর মেহেদী হাসান মিরাজকে কাঁধে তুলে নিয়ে উদযাপন করতে থাকেন সতীর্থ ক্রিকেটাররা। সেই মিরাজ কি ভবিষ্যতে সাকিবের বিকল্প হতে পারবেন। নিতে পারবেন দলের গুরুত্বপূর্ণ ভূমিকা? সে সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।

তিনি বলেন, মিরাজ কি সাকিবের মতো হতে পারে? সম্ভবত। সে পাঁচ-ছয়ে ব্যাট করতে পারে। বল হাতেও ধারাবাহিক পারফর্ম করে। সব সংস্করণে খেলার সুযোগ পেলে সেও কাজটা করতে পারবে।

মিরাজকে নিয়ে ডমিঙ্গো আরও বলেন, মিরাজকে আমি বেশ উঁচু মাপেরই মনে করি। জানি না জনগণ বা সংবাদমাধ্যম কিভাবে দেখে। কোচ হিসেবে আমার তালিকার শুরুর দিকেই থাকে সে।

কোচ আরও বলেন, মিরাজ দলের আড়ালের একজন নায়ক। সব সংস্করণেই ধারাবাহিক। যেকোনো জায়গায় ব্যাটিং করতে পারে, চাপ সামলাতে পারে। ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে ২ বা ৩-এ ছিল। তার ওপর সব সময়ই ভরসা করা যায়। রান দিলেও কঠিন মুহূর্তে তাকে ফিরিয়ে আনতে পারে, সে এমন পরিস্থিতি উপভোগ করে।

এত কিছু বলা হয়ে গেল, তবু মধুর সে সমস্যার সমাধান তো হলো না! ‘অবিশ্বাস্য’ তো এখন পুরোনো শব্দ। বিস্ময়বালক মিরাজের জন্য ক্লিশে। তাঁকে তাহলে আজ কী বিশেষণে ভূষিত করা যায়? তাঁর কোন কীর্তিটি আসলে বড়? মোস্তাফিজুরকে নিয়ে শেষ উইকেটে ৫১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ম্যাচ জেতানো, নাকি ৬৯ রানে ৬ উইকেট পড়ে যাওয়ার পর শতরানের ইনিংসে ভাসতে ভাসতে বাংলাদেশকে ২৭১ রানে নিয়ে যাওয়া? পরে বল হাতেও তো নিয়েছেন ২ উইকেট!

কোনোটাকেই কোনোটা থেকে পিছিয়ে রাখার উপায় নেই। এর চেয়ে বরং এটা বলে দেওয়াই নিরাপদ যে, মিরাজের তুলনা শুধু মিরাজই।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭