ইনসাইড বাংলাদেশ

এশিয়ান আর্ট বিয়েনালের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী


প্রকাশ: 08/12/2022


Thumbnail

বাংলাদেশ, ভারত, অস্ট্রেলিয়া, ‍যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মিশর, তুরস্ক, পর্তুগাল, ভেনেজুয়েলাসহ বিশ্বের ১১৪টি দেশের ৪৯৩ জন শিল্পীর ৬৪৯টি শিল্পকর্ম নিয়ে আজ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) থেকে রাজধানীর শিল্পকলা একাডেমিতে শুরু হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার চারুকলার সবচেয়ে বড় প্রদর্শনী এশিয়ান আর্ট বিয়েনালের ১৯তম আসর।

গণভবন প্রান্ত থেকে ভার্চ্যুয়ালি যোগদান করে মাসব্যাপী দ্বিবার্ষিক এই উৎসবের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।  

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আছেন সংস্কৃতি সচিব আবুল মনসুর, এশিয়ান আর্ট বিয়েনালের জুরি বোর্ডের সদস্য রফিকুন নবী, পোলিশ শিল্প সমালোচক জ্যারোস্ল সুহান।

আয়োজক সংস্থা শিল্পকলা একাডেমি জানিয়েছে, এবারের আসরে বাংলাদেশের ১৪৯ জন শিল্পীর ১৫৬টি শিল্পকর্ম প্রদর্শিত হবে। বহির্বিশ্বের ৩৪৪ জন শিল্পীর ৪৯৩টি শিল্পকর্ম প্রদর্শিত হবে এবারের আর্ট বিয়েনালে।

এছাড়া বাংলাদেশের ৪৫ জন শিল্পীর অংশগ্রহণে ৩১টি পারফরমেন্স আর্টও উপস্থাপিত হবে এবারের আসরে। বিদেশ থেকে আগত ৭ জন শিল্পীর ৭টি পারফরমেন্স আর্ট প্রদর্শিত হবে এবারের আর্ট বিয়েনালে।

প্রতিবারের মতো এবারের উৎসবে থাকছে গ্রান্ড ও সম্মানসূচক পুরস্কার। গ্রান্ড পুরস্কার দেওয়া হবে তিনটি, প্রতি পুরস্কারের অর্থমূল্য ৫ লাখ টাকা। সম্মানসূচক পুরস্কার দেওয়া হবে তিনটি, প্রতি পুরস্কারের অর্থমূল্য ৩ লাখ টাকা। বিজয়ীদের দেওয়া হবে ক্রেস্ট ও সনদ।

শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী সংবাদ সম্মেলনে বলেন, করোনা মহামারির প্রকোপে ১৯তম এশিয়ান আর্ট বিয়েনাল আয়োজন করতে শিল্পকলা একাডেমিকে তিন বছর অপেক্ষা করতে হয়েছে। ২০১৮ সালে ১৮তম আর্ট বিয়েনালে অংশ নিয়েছিলো ৮৮টি দেশ, এবারের ১৯তম আসরে অংশ নিচ্ছে ১১৪টি দেশ। এশিয়ার মধ্যে এশিয়ান আর্ট বিয়েনালই চারুকলার বড় আসর।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭