ইনসাইড গ্রাউন্ড

বিশ্বকাপে খেলা তিন দলের উপর ফিফার শাস্তির খড়গ


প্রকাশ: 08/12/2022


Thumbnail

নিয়মভঙ্গের দায়ে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার জরিমানার মুখে পড়েছে বিশ্বকাপে অংশ নেয়া ৩টি দল। বিশ্বকাপের ম্যাচ চলাকালীন সময়ে ড্রেসিং রুমে কসোভোর পতাকা রেখে বিতর্ক সৃষ্টি করায় বড় অঙ্কের জরিমানা গুনতে হচ্ছে সার্বিয়াকে। ফিফা জানায়, ব্রাজিলের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচের সময় ড্রেসিং রুমে কসোভোর পতাকা টাঙিয়ে সেটিকে নিজেদের অংশ বলে দাবি করে সার্বিয়া। ম্যাচ বা টুর্নামেন্ট চলাকালীন সময়ে রাজনৈতিক বিতর্ক উসকে দেয়াটা ফিফার নিয়ম বহিভূত। যার প্রেক্ষিতে সার্বিয়াকে ২০ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করা হয়েছে।

সেই সাথে, নিয়ম ভাঙ্গের জন্য ক্রোয়েশিয়া ও সৌদি আরবের উপরেও শাস্তির খড়গ নেমে এসেছে। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে অভিযোগ, কানাডার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে ফুটবলের চেতনা পরিপন্থী বার্তা দেয়ার। এ ম্যাচে দলটির সমর্থকরা গ্যালারিতে তেমন কান্ড ঘটানোয় ৫০ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করা হয়েছে ক্রোয়েশিয়ান ফুটবল ফেডারেশনকে।

আর গ্রুপ পর্বে আর্জেন্টিনা ও মেক্সিকো ম্যাচে খেলোয়াড়দের বাজে আচরণের জন্য দুই দফায় সৌদি আরবকে ১৫ হাজার সুইস ফ্রাঁ করে জরিমানা করা হয়েছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭