ইনসাইড গ্রাউন্ড

ডাচদের বিপক্ষে নির্ধারিত সময়ে খেলা শেষ করতে চায় স্কালোনি


প্রকাশ: 09/12/2022


Thumbnail

২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিলো নেদারল্যান্ডস-আর্জেন্টিনা। সে বার দুই দলের কঠিন লড়াই দেখেছিলো ফুটবল বিশ্ব। মাঠের নির্ধারিত সময়ে উভয়দল ছিলো গোল শূন্য। অতিরিক্ত ৩০  মিনিটেও গোল করতে ব্যর্থ হয়েছিলো দুই দল। ফলে খেলা গিয়েছিলো টাইব্রেকারে। দূর্ভাগ্যক্রমে টাইব্রেকারে ৪-২ পেনাল্টি গোলের ব্যবধানে হেরে যায় ডাচরা।

কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে আবারও মুখোমুখি দুই দল। আজ রাত ১টায় লুসাইল স্টেডিয়ামে মাঠের লড়াইয়ে নামবে মেসি-ক্লাসেনরা।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি ২০১৪ বিশ্বকাপ টেনে বলেন, এবার আর আমরা টাইব্রেকারে যেতে চায় না। নির্ধারিত সময়ে খেলা শেষ করতে চাই। সে অনুযায়ী খেলোয়াড়দের নির্দেশ এবং ছক সাজানো হবে।

এরপরেও মাঠের লড়াইয়ে নামার আগে শিষ্যদের পেনাল্টি অনুশীলন করাচ্ছি। সর্বোচ্চ সর্তকতা নিয়েই মাঠে নামবো আমরা। স্কালোনি আরও বলেন ম্যাচের আগে অনুশলীনে সব সময়ে টাইব্রেকারের প্রস্তুতি নেওয়া হয়। কিন্তু ম্যাচের দিনে কিক নিয়ে সফল হওয়াটা ভাগ্যের ব্যাপার। আজকে ডাচদের বিপক্ষে টাইব্রেকারের আগেই খেলা শেষ করতে চায় আমরা।

 

 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭