ইনসাইড গ্রাউন্ড

ব্রাজিল কোচের চোখে সেমিফাইনলের স্বপ্ন


প্রকাশ: 09/12/2022


Thumbnail

গ্রুপ পর্বে প্রথম দুই ম্যাচ দাপুটে জয়ে আনন্দে মেতে ছিলো ব্রাজিলের সমর্থকরা। কিন্তু গ্রুপ পর্বে ৩য় ম্যাচে ক্যামেরুনের বিপক্ষে শেষ মূহুর্তের গোলে পরাজয়বরণ করতে হয়েছিলো তিতের শিষ্যদের। ক্যামেরুনের বিপক্ষে হার কিছুটা হতাশ হয়েছে ব্রাজিল ভক্তরা। আবার ২য় রাউন্ডে দক্ষিণ কোরিয়ার সাথে ৪-১ গোলের বিশাল জয়ে শেষ আট নিশ্চিত করে নেইমাররা। তাই কোয়ার্টার ফাইনালে মাঠে নামার আগে ব্রাজিল সমর্থকেরা জয়-পরাজয় দুইটির স্বাদ গ্রহণ করেছে। তবে জয়-পরাজয়ের ব্রাজিলর পার্থক্য ছিলেন নেইমার। নেইমার মাঠে নামলে এক রুপ, আর নেইমার মাঠে না থাকলেও ভিন্নরূপ ব্রাজিলের।

কোয়ার্টার ফাইনালে আজ ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ব্রাজিলের বিপক্ষে কোন জয়ের রেকর্ড নেই ক্রোয়েটদের। চারবারের দেখায় ৩টি জয় সিলেসাওদের। সর্বশেষ দেখায় ২-০ গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে জয় তুলে নিয়েছিলো ব্রাজিল। ক্রোয়েটদের বিপক্ষে জয়ের রেকর্ড গুলো বেশ আত্নবিশ্বাস যোগাবে আজকের ম্যাচে।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ব্রাজিলের মাস্টারমাইন্ড তিতে বললেন, কাতার বিশ্বকাপে বড় অনেক দলকে হারতে হয়েছে। তাই সর্তক থেকেই ক্রোশিয়ার বিপক্ষে মাঠে নামবো আমরা। প্রতিপক্ষ সম্পর্কে ভালো জানা আছে আমাদের। আমাদের দলে বিশ্বমানের তারকা রয়েছে সবাইকে দলবদ্ধ হয়ে খেলতে হবে। কাতার বিশ্বকাপ অনেক অঘটনের জন্মদিয়েছে।   

গ্রুপ পর্বে সৌদি আরবের সঙ্গে ২-১ গোলের পরাজয়, ব্রাজিলের বিপক্ষে ক্যামেরুনের জয়, ফুটবল বিশ্বের বড় জায়ান্ট জার্মানির গ্রুপ পর্বে বিদায় সব শেষ নক আউটে মরক্কোর চমক। কি ঘটেনি কাতার বিশ্বকাপে। তাই কোয়ার্টার ফাইনালে ফেভারিট হয়েও ক্রোয়েটদের বিপক্ষে সর্বোচ্চ সর্তক থেকে মাঠে নামবে ব্রাজিল।

কিন্তু ব্রাজিল কোচের চোখে সেমিফাইনালের স্বপ্ন, তিনি জানান প্রতিপক্ষ যে হোক কঠিন লড়াইয়ে ম্যাচ জয় করতে চাইবে নেইমাররা।   

 




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭