ওয়ার্ল্ড ইনসাইড

চীন-আরব সম্পর্কের নতুন যুগের সূচনা


প্রকাশ: 09/12/2022


Thumbnail

সৌদি আরব সফররত চীনা প্রেসিডেন্ট শি জিনপিং গতকাল প্রভাবশালী সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে সৌদি আরবের সাথে ৩৪টি কৌশলগত চুক্তিতে সই করেছে চীন বলে এক প্রতিবেদনে জানিয়েছে এপি।

প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের পরিবেশ বান্ধব জ্বালানি উৎপাদন, তথ্য-প্রযুক্তি, যোগাযোগ, নির্মাণ এবং অন্যান্য শিল্প খাতে বিনিয়োগ করবে চীন। এরমধ্যে  ‘হুয়াওয়ে’ মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠানের প্রবেশাধিকারও রয়েছে। ধারণা করা হচ্ছে, বৈঠকে দুই দেশের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের চুক্তি হয়েছে।

এর আগে, বুধবার সৌদি আরব পৌঁছেছেন চীনা প্রেসিডেন্ট। তাঁকে করমর্দন করে ইয়ামামাহ প্রাসাদে স্বাগত জানান ৩৭ বছর বয়সী সৌদি যুবরাজ। দুই নেতা প্রাসাদে পাশাপাশি হেঁটে হেঁটে কথা বলেন। এটি সৌদি বাদশাহর সরকারি বাসভবন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭