ইনসাইড গ্রাউন্ড

ক্রোয়েশিয়াকে হারাতে পারলে ভাঙ্গবে ২০ বছরের রেকর্ড


প্রকাশ: 09/12/2022


Thumbnail

আজ রাত ৯টায় বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে ভিন্ন এক রেকর্ড নিয়ে মাঠে নামবে বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল ব্রাজিল। দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত ২০০২ বিশ্বকাপে কোন ইউরোপিয়ান দলকে শেষ বারের মত নক আউটে হারিয়েছিলো ব্রাজিল। এরপর কেটে গেলো ২০ বছর। বিশ্বকাপ নক আউটে আর কোন ইউরোপিয়ানকে হারাতে পারেনি ব্রাজিল।

২০০৬ সালে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, ২০১০ সালে নেদারল্যান্ডস২০১৪ সালে সেমিফাইনলে জার্মানি এবং সবশেষ রাশিয়া বিশ্বকাপে বেলজিয়ামের কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিলো ব্রাজিলকে। সে শঙ্কা মাথায় নিয়েই ক্রোয়েটদের মুখোমুখি হবে নেইমাররা। তবে ক্রোয়েটদের বিপক্ষে ব্রাজিলের অন্য গল্প। শতভাগ জয়ের রেকর্ড রয়েছে লুকা মদ্রিচদের বিপক্ষে। চার দেখায় ৩টিতে জয়ে পেয়েছে ব্রাজিল। একটি ম্যাচ ড্র হয়েছিলো।

২০১৪ বিশ্বকাপেও গ্রুপপর্বে ক্রোয়েশিয়ার মুখোমুখি হয়েছিলেন নেইমার-মার্সেলোরা। নেইমারের জোড়া গোল অস্কারের গোলে সেবার ক্রোয়েশিয়াকে - গোলে হারিয়েছিল ব্রাজিল।  সর্বশেষ ২০১৮ সালের প্রীতি ম্যাচেও - ব্যবধানে জয়লাভ করেছে ব্রাজিল।

তাই একদিকে ইউরোপিয়ান দেশগুলোর বিপক্ষে বিশ্বকাপে হারার তিক্ত বেদনা অন্যদিকে ক্রোয়েশিয়ার সাথে জয়ের রোমাঞ্চ নিয়ে আজ মাঠে নামবে ৫বারের বিশ্বকাপ জয়ী ব্রাজিল।

 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭