ইনসাইড গ্রাউন্ড

ব্রাজিল-ক্রোয়েশিয়া: ম্যাচ প্রেডিকশন


প্রকাশ: 09/12/2022


Thumbnail

বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালের লড়াই শুরু হচ্ছে আজ। প্রথম ম্যাচে মুখোমুখি হবে লাতিন আমেরিকার পরাশক্তি ব্রাজিল ও বর্তমান রানার্সআপ ক্রোয়েশিয়া। আল রাইয়ানের এডুকেশন সিটি স্টেডিয়ামে দুই দলের ম্যাচটি শুরু হবে ৯টায়।

গ্রুপ পর্বে নিজেদের বিশ্বকাপ যাত্রাটা দুর্দান্ত হয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের। সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলের জয় দিয়ে শুরু। ম্যাচে দারুণ দুটি গোল করে আলো কেড়ে নেন রিচার্লিসন। পরের ম্যাচে সুইজারল্যান্ডের সাথে আধিপত্য দেখালেও ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে সেলেসাওরা।

তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ক্যামেরুনের বিপক্ষে হেরে যায় দলটি। সে ম্যাচে শুরুর একাদশের ফুটবলারদের বিশ্রাম দিয়ে বেঞ্চে থাকা ফুটলারদের পরখ করেন ব্রাজিল কোচ তিতে।

তবে নকআউটে পর্বে দারুণভাবে ফিরে আসে ব্রাজিল। ইনজুরি কাটিয়ে সে ম্যাচে দলে ফেরেন নেইমার-দানিলো। সুইসদের ৪-১ গোলে হারিয়ে উঠে কোয়ার্টার ফাইনালে উঠে তারা।

ক্রোয়েশিয়ার যাত্রাটা অবশ্য এতো মসৃণ হয়নি। গ্রুপ পর্বে তাদের রক্ষণাত্নক খেলা মন ভরাতে পারেনি ফুটবল প্রেমীদের।

মরক্কোর সাথে গোলশূন্য ড্র দিয়ে শুরুর পর হারায় বেলজিয়ামকে। পরের ম্যাচে কানাডাকে হারিয়ে নিশ্চিত করে দ্বিতীয় রাউন্ড। রাউন্ড অব সিক্সটিনে জাপানের সাথে নির্ধারিত ও অতিরিক্ত সময়ে খেলা সমতায় শেষ হয়। সেখানে টাইব্রেকারে এশিয়ার দলটির বিপক্ষে জয় পায় লুকা মদরিচের দল।

কাগজে-কলমে ও শক্তিতে এই ম্যাচে অনেকটাই এগিয়ে থাকবে ব্রাজিল। ফুটবল বিশ্লেষকদের বাজির ঘোড়াও সেলেসাওরা। এই ম্যাচে ৩-১ গোলে জয় পাবে বলে মনে করেন তারা।

তবে জয়ের সামর্থ্য রয়েছে বলকান দেশটিরও। নেইমারদের ছকে আটকে রেখে ২-১ গোলে ক্রোয়েটরা জিততে পারে বলে মনে করছেন বিশ্লেষকদের একাংশ।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭