ইনসাইড বাংলাদেশ

উখিয়ায় পুলিশের সঙ্গে রোহিঙ্গা সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধ


প্রকাশ: 10/12/2022


Thumbnail

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গা সন্ত্রাসী এবং পুলিশের মধ্যে গোলাগুলিতে দুই রোহিঙ্গা নিহত হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন উখিয়ার বালুখালি রোহিঙ্গা ক্যাম্প ৮ইষ্ট, ব্লক বি-২৪ এলাকার মোহাম্মদ নুর ওরফে ইউনুছের ছেলে সলিম উল্লাহ। নিহত অন্যজনের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানিয়েছেন, রোহিঙ্গা ক্যাম্পের ওই এলাকায় একজন রোহিঙ্গা হেড মাঝিকে সন্ত্রাসীরা মারধরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি করে। এ সময় দুই রোহিঙ্গা সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে নিহত হন। ঘটনাস্থল থেকে দেশীয় একটি বন্দুক, ১ টি ম্যাগাজিন ও ৭০ টি গুলি উদ্ধার করা হয়। পরে নিহতদের ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭