ইনসাইড গ্রাউন্ড

প্রথমার্ধ শেষে পর্তুগালের বিপক্ষে এগিয়ে মরক্কো


প্রকাশ: 10/12/2022


Thumbnail

কাতার বিশ্বকাপের তৃতীয় কোয়ার্টার ফাইনালে মাঠে নামে মরক্কো ও পর্তুগাল। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্নক ফুটবল খেলার চেষ্টা করে দুই দল। ৫ মিনিটে ভাল একটি সুযোগ পেয়েছিলেন পর্তুগালের জোয়াও ফেলিক্স। তবে তার নেয়া শট ঠেকিয়ে দেন মরক্কো গোলরক্ষক ইয়াসিন বোনো। সেখান থেকে কর্নার পেলেও গোলের সুযোগ তৈির করতে পারেনি ইউরোপের দলটি।

পরের মিনিটে কাউন্টার অ্যাটাকে উঠে গোলের সম্ভাবনা তৈরি করেছিলো মরক্কোও। তবে ইউসুফ এন নেসিরির নেয়া হেড বারের উপর দিয়ে চলে যায়। ১৩ মিনিটে পর্তুগীজদের এগিয়ে দেয়ার সুযোগ কাজে লাগাতে পারেনি রাফায়েল। পাঁচ মিনিট পর জিয়েশের চেষ্টাও ব্যর্থ হয়।

২৬ মিনিটে জিয়েশের নেয়া ফ্রি-কিক থেকে এন নেসিরি হেড করলেও আবারো বারের উপর দিয়ে চলে গেলে হতাশা বাড়ে মরক্কোর। ৩১ মিনিটে ফেলিক্সের আরেকটি শট বারের উপর দিয়ে চলে যায়।

তবে ৪২ মিনিটে দারুণ এক হেডে বল জারে জড়ান এন নেসিরি। দুই মিনিট পর সমতায় ফিরতে পারতো পর্তুগালও। তবে ডান প্রান্ত থেকে নেয়া ব্রুনো ফার্নান্দেজের শট বারে লেগে ফিরে আসে। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মরক্কো। এদিনও শুরুর একাদশে জায়গা পাননি ক্রিশ্চিয়ানো রোনালদো।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭