ইনসাইড বাংলাদেশ

জেল হলেই কারাগার ঘেরাও, লাগাতার অবস্থান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 07/02/2018


Thumbnail

৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ দুর্নীতি মামলায় বেগম জিয়া দণ্ডিত হলেই লাগাতার কর্মসূচি দেবে বিএনপি। দলটির দায়িত্বশীলসূত্রগুলো বলছে, বৃহস্পতিবার রায়ে বেগম জিয়াকে দণ্ডিত করে যে কারাগারে নেওয়া হবে সেটাই ঘেরাও করবে বিএনপি। পাশাপাশি শনিবার বিক্ষোভ কর্মসূচি এবং রোববার থেকে টানা হরতাল এবং কারাগারের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি। বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে আলাপ করে এই তথ্য পাওয়া গেছে।

বিএনপির একজন নেতা বলেছেন, ‘অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, বেগম জিয়াকে জেল দেওয়া হবে এবং পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পরিত্যাক্ত কারাগারে রাখা হবে।’তিনি বলেন, ‘রায় ঘোষণার পরপর তাৎক্ষণিকভাবে কারাগারের চারপাশে নেতা কর্মীরা অবস্থান নেবে।’বেগম জিয়াকে মুক্ত না করা পর্যন্ত এই ঘেরাও কর্মসূচি চলবে বলে ওই নেতা নিশ্চিত করেছেন। এছাড়াও আরও বিভিন্ন কর্মসূচি নিয়ে বিএনপি এ মাসেই ‘একদফা‘ কর্মসূচিতে যাবে। একদফা কর্মসূচির মূল লক্ষ্য বর্তমান সরকারের পতন।


বাংলা ইনসাইডার/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭