ইনসাইড বাংলাদেশ

‘সিনিয়র নেতাদের অপমান করা হচ্ছে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 07/02/2018


Thumbnail

‘একদিকে পুলিশ বাসায় তল্লাশি করছে, অন্যদিকে পোলাপান হুমকি দিচ্ছে। আমাদের অবস্থা হলো জলে কুমির, ডাঙ্গায় বাঘ।’ এভাবেই নিজের হতাশা প্রকাশ করছিলেন বিএনপির সিনিয়র এক নেতা। বলছিলেন, ’৩০ জানুয়ারি পুলিশের প্রিজন ভ্যানে হামলার পর থেকে বাড়িছাড়া। তিনবার পুলিশ বাড়িতে তল্লাশি করেছে। এর মধ্যে ছাত্রদল, যুবদলের ছেলেরা ফোন করে হুমকি দিচ্ছে। বলছে রাস্তায় নামতে হবে। রাস্তায় না নামলে অপমান করা হবে।’ ক্ষুদ্ধ ওই নেতা বলেন, ‘ কোন রাস্তায় নামব, কী আন্দোলন করব- কোনো নির্দেশনা নেই। শুধু বলা হচ্ছে, আন্দোলন করতে হবে। কেউ কি কোনো কর্মসূচি দিয়েছে?’ নাম প্রকাশ না করার শর্তে ওই সিনিয়র নেতা বলেন, ‘কিছু বেয়াদপ ছেলেপেলে বয়স্ক নেতাদের সঙ্গে বেয়াদবি করছে, অধচ ম্যাডাম নীরব। ওই পোলাপান কি চায়? বিএনপিকে ধ্বংস করতে চায়?’ ওই নেতা মনে করেন, ‘তারেক জিয়ার কারণে বিএনপির চেইন অব কমান্ড ভেঙ্গে পড়েছে। আন্দোলনের ধুয়ো তুলে সিনিয়র নেতাদের অপমান করা হচ্ছে।’জানা গেছে, গত তিনদিনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ এবং ড. মঈন খান তরুণদের দ্বারা লাঞ্ছিত হয়েছেন।


বাংলা ইনসাইডার/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭