ইনসাইড বাংলাদেশ

‘তাইনের কিতা শরম নাই?’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 07/02/2018


Thumbnail

জিয়া এতিমখানা দুর্নীতি মামলার রায় হবে আগামীকাল ৮ ফেব্রুয়ারি। সাধারণ মানুষ থেকে শুরু করে বিএনপি নেতা কর্মীরাও ফুঁসে উঠেছে এই রায়কে ঘিরে। সবাই জিয়া এতিমখানার সন্ধান করছেন,কিন্ত সেই এতিমখানার হদিস মিলছে না কোথাও। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সর্বত্র খালেদা দোষী হলে সর্বোচ্চ শাস্তির দাবি উঠেছে।

সাবেক বিরোধী দলীয় নেতা এবং বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া সিলেটে গিয়েছিলেন গত সোমবার। সিলেটবাসী অল্পকয়দিনের ব্যবধানে দেশের দুই বড় রাজনৈতিক দলের দুই প্রধানের দেখা পেলো। সাধারণত কোনো রাজনৈতিক দলের নেতৃস্থানীয় কেউ কোনো শহরে বা রাজধানী ঢাকার বাইরে গেলে ব্যানারে-পোস্টারে ছেয়ে থাকে সেই শহর। পথে পথে সাজনো হয় তোরণ। সেটা কয়েকদিন আগে শেখ হাসিনার সিলেট সফরে সিলেটবাসী দেখেছে। ব্যানারে ব্যানারে শেখ হাসিনার উন্নয়নের জয়জয়কার।

খালেদার ভাগ্যে পথে পথে তোরণ না জুটলেও তাঁর সিলেট গমন উপলক্ষেও পোস্টার সাঁটানো হয়েছিল। তিনি যে পথে সিলেট গিয়েছেন, সেপথে; সিলেট সার্কিট হাউসে, সার্কিট হাউজ থেকে আম্বরখানা সড়কের দেয়ালে দেয়ালে,মাজারের প্রবেশদ্বার অনেক স্থানেই ছিল ‘এতিমের টাকা আত্মসাৎকারী খালেদা জিয়ার সর্বোচ্চ শাস্তি চাই।’

গতকালও সিলেটে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গাড়িচাপায় এক ফটো সাংবাদিক আহত হয়েছেন। খালেদা জিয়ার গাড়িবহর দক্ষিণ সুরমার চণ্ডিপুল হয়ে সিলেটে প্রবেশ করে। এসময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে অনলাইন নিউজ পোর্টাল ‘বাংলানিউজ২৪ডটকম’র ফটো সাংবাদিক আবু বকর খালেদা জিয়ার গাড়ী চাপায় গুরুতর আহত হন।

খালেদা জিয়া বা দলের কেউ এই নিয়ে কোনো বিবৃতি দেয়নি বা কোন দুঃখপ্রকাশও করেনি । সাধারণ মানুষ মনে করছে উনি রাস্তায় বেরই হন কাউকে না কাউকে আহত করতে।

এসব নিয়েই আলোচনা হচ্ছে সিলেটের চায়ের দোকান থেকে শুরু করে সব জায়গায়ই। নাম প্রকাশ না করার শর্তে এক বিএনপি নেতা বলেন, ‘নেত্রী এলেন, মাজার জিয়ারত করলেন কিন্ত আমাদেরকে কোনো বার্তা দিয়ে গেলেন না। সেদিন স্থায়ী কমিটির বৈঠকে তীর্থের কাকের মত বসেছিলাম যে ম্যাডাম কঠোর আন্দোলনের ঘোষণা দেবেন। সরকার পতন ঘটবে।কিন্ত সেই পুরাণ পদ্যই তিনি নতুন করে বললেন।‘

স্থানীয় এক নেতা ক্ষোভ প্রকাশ করতে গিয়ে দেয়ালে টাঙ্গানো পোস্টার দেখিয়ে বলে, ‘তাইনের (খালেদার) কিতা শরম নাই? অতকিছু ওই যারগি, তাইন আন্দোলনের ঘোষণা দিয়ার না? আমরা কিতার লাগি রাজনীতি করতাম?’

বাংলা ইনসাইডার/ এসআর/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭