ইনসাইড বাংলাদেশ

৫টায় খালেদা, ৬ টায় কাদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 07/02/2018


Thumbnail

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার নিজের রায়কে সামনে রেখে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ বিকাল ৫টায় সংবাদ সম্মেলন ডেকেছেন।

আজ বিকেল ৫টায় রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হবে।

অন্যদিকে, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার আগামীকালের রায় নিয়ে টানটান উত্তেজনার মধ্যে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আজ বিকেলে সংবাদ সম্মেলন করার ঘোষণা দেওয়ার পর সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ধারণা করা হচ্ছে, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা নিয়ে নিজের এবং দলের অবস্থান জনগণের সামনে তুলে ধরতেই সংবাদ সম্মেলনে আসছেন সাবেক এই প্রধানমন্ত্রী।

অবশ্য বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী খালেদা জিয়ার সংবাদ সম্মেলনের কথা নিশ্চিত করে বলেন, ‘বুধবার বিকেলে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারপারসন।’

আওয়ামী লীগের পক্ষ থেকে বুধবার সকালে জানানো হয়েছে, ওবায়দুল কাদের সন্ধ্যা ৬টায় দলের সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করবেন। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বাংলা ইনসাইডার/এসআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭