ইনসাইড গ্রাউন্ড

বিড়াল বিতর্কে বিপাকে ব্রাজিল ফুটবল ফেডারেশন


প্রকাশ: 12/12/2022


Thumbnail

কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিল বিদায় নিয়েছে তিনদিন হয়ে গেলোকিন্তু এখনো কোয়ার্টার ফাইনালের আগে হওয়া সংবাদ সম্মেলন নিয়ে আলোচনা শেষ হয়নি। ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে ব্রাজিলের প্রতিনিধি হয়ে আসেন ভিনিসিয়ুস জুনিয়র। তার পাশেই ছিলেন ব্রাজিলের পরামশর্ক রদ্রিগেজ। সাংবাদিকদের সাথে ভিনির আলাপ কালে হঠাৎ একটি বিড়াল উঠে আসে টেবিলে। এখান থেকেই শুরু ঘটনার সূত্রপাত। টেবিলের উপরে উঠা বিড়ালটিকে ফেলে দেওয়ার মত করে নিচে ফেলে দেন ব্রাজিলের পরামর্শক ভিনিসিয়ুস রদ্রিগেজ। বিড়ালকে নিচে ফেলে দেওয়ার ভিডিও মুহুর্তে ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। এভাবে বিড়ালকে ফেলে দেওয়ার ভঙ্গিটা অনেকের কাছেই পচন্দ হয়নি। 

এতেই ক্ষেপে গেছে প্রানী সুরক্ষা সংক্রান্ত এনজিও প্রতিষ্ঠানগুলো। বিড়ালকে ওইভাবে নিচে নামানো পছন্দ হয়নি তাদের। তাই তারা ব্রাজিল ফুটবল ফেডারেশনের কাছে বাংলাদেশী টাকার প্রায় কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ দিয়েছে। 

প্রাণী সুরক্ষা প্রতিষ্ঠানের একজন কর্মী ব্রাজিলের সংবাদ মাধ্যমকে জানান, বিড়ালটিকে অমানবিক ভাবে মাটিতে ফেলা দেওয়া হয়েছে আনা পাউলো দে ভাসকোনসেলোস নামের আরেকজন কর্মী মনে করেন বিড়ালটিকে সঠিক ভাবে নিচে নামানো হয়নি।

তবে ব্রাজিল ফুটবল ফেডারেশন দৃঢ়ভাবে বিষয়টি অস্বীকার করেন। তারা প্রানী সুরক্ষা প্রতিষ্ঠান গুলোর বিরুদ্ধে আইনি লড়ায়ের ঘোষণাও দেন।

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭