ইনসাইড বাংলাদেশ

‘আমি যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত ‘

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 07/02/2018


Thumbnail

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, `আমি যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। আমাকে ভয় দেখিয়ে লাভ নেই। খালি মাঠে গোল দেওয়ার খায়েস পূরণ হবে না সরকারের।` 

বুধবার বিকেল ৫ টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বেগম জিয়া একথা বলেন। সেখানে দেওয়া বিএনপি চেয়ারপারসেনের ভাষণ দলটির ফেসবুক পেজ লাইভে সরাসরি সম্প্রচার করা হয়।

বেগম জিয়া বলেন, আমার বিরুদ্ধে মামলার রায় হবে। কিন্তু মিছিল, মিটিং বন্ধ করেছে প্রশাসনের সহায়তায় এই সরকার। আদালত রায় দেওয়ার পূর্বেই শাসকমহল চিৎকার করে বেড়াচ্ছে আমার জেল হবে। বেগম জিয়া দাবি করেন, আমি বেকসুর খালাস পাব।

বেগম জিয়া বলেন, আপনাদের খালেদা জিয়া কোনো অন্যায় করেনি, দুর্নীতি করেনি। তিনি আরও দাবি করেন, জিয়া অরফানেজের সঙ্গে আমি কখনোই জড়িত ছিলাম না।

বেগম জিয়া বেলেন, দেশের মানুষ প্রহসনের নির্বাচন চায় না।

উল্লেখ, জিয়া অরফানেজ দুর্নীতি মামলার রায় বৃহস্পতিবার। এর মাত্র একদিন আগে বুধবার বিকেলে বেগম জিয়া সংবাদ সম্মেলন করলেন।

বাংলা ইনসাইডার/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭