ইনসাইড পলিটিক্স

কূটনীতিকপাড়ায় আওয়ামী লীগ-বিএনপির প্রতিযোগিতা!


প্রকাশ: 13/12/2022


Thumbnail

কূটনীতিকপাড়ায় প্রতিযোগিতায় নেমেছে আওয়ামী লীগ এবং বিএনপি। সাম্প্রতিককালে রাজনীতিতে কূটনীতিকদের অযাচিত হস্তক্ষেপের মাধ্যমে বিষয়টি নজরে এসেছে। কূটনীতিকপাড়াতে বিএনপির তৎপরতা বেশ কয়েক মাস ধরেই আলোচিত হয়ে আসছে। আর ফলশ্রুতিতে কূটনীতিকরা অনেকেটা বিএনপির নেতাদের ভাষায় কথা বলছেন বলে অভিযোগ উঠেছে। অভিযোগ আছে বিএনপির নেতারা কূটনীতিকপাড়ায় বিভিন্ন দূতাবাসে গিয়ে ধরনা দিচ্ছে এবং কূটনীতিকরাও বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়গুলোতে এক পাক্ষিক অযাচিত মন্তব্য করছে। বিশেষ করে ৭ ডিসেম্বরে নয়াপল্টনে পুলিশের সাথে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় একাধিক দূতাবাস বিবৃতি দিয়েছে। বিএনপির নেতাদের বক্তব্যের সূত্র ধরেই তারা এ ধরনের বিবৃতি দিয়েছে বলে অভিযোগ উঠেছে। আর এক্ষেত্রে আওয়ামী লীগ অনেকটা পিছিয়ে পড়েছে বলে বিশ্লেষকরা দাবি করছে। তবে বিগত কয়েকদিনে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়গুলো কূটনীতিকরা যেভাবে অযাচিত হস্তক্ষেপ করেছে তাতে নড়েচড়ে উঠেছে আওয়ামী লীগ।

আওয়ামী লীগের একাধিক সূত্র বলছে যে, একটা সময় কূটনীতিকপাড়া তাদেরই দখলে ছিল। কিন্তু নানা কারণেই তারা সেটা ধরে রাখতে ব্যর্থ হয়েছে। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে বিএনপি এবং বিএনপি কূটনীতিকপাড়ায় মিথ্যাচার করছে বলেও কোনো কোনো নেতা অভিযোগ করেছে। তবে এরই মধ্যে কূটনীতিকপাড়ায় সরব হয়েছে আওয়ামী লীগও। গতাকাল আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পাদক ড. শাম্মী আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আচিম ট্রস্টার এবং ডেস্ক অফিসার ড. মারিও জিওরি। এর আগের দিন জার্মান রাষ্ট্রদূত আচিম ট্রস্টারের সঙ্গে বৈঠক করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল। শুধু গতাকলই নয়, এর আগে গত ২৮ নভেম্বর মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে বৈঠক করে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। অন্যদিকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সরকার ৭ ডিসেম্বরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির নেতা–কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের বিষয়ে ঢাকার কূটনৈতিক মিশনগুলোতে একটি চিঠি পাঠিয়েছে। এদিকে সক্রিয় রয়েছে বিএনপিও। সবকিছু মিলিয়ে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এবং বিএনপি কূটনীতিকপাড়ায় এক অদৃশ্য প্রতিযোগিতায় নেমেছে বলে মনে করা হচ্ছে। এখন দেখার বিষয় এই প্রতিযোগিতায় শেষ পর্যন্ত কে জয়ী হয়।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭