ইনসাইড গ্রাউন্ড

বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের সামনে অপ্রতিরোধ্য মরক্কো


প্রকাশ: 14/12/2022


Thumbnail

ইতিহাসে প্রথমবারের মতো আফ্রিকার প্রথম দেশ হিসেবে বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে পৌঁছে এক অনন্য মাইলফলক ছুয়েছে মরক্কো। অন্যদিকে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরার লক্ষ্যে সেমি ফাইনালে মরক্কোর বিপক্ষে মাঠে নামছে ফ্রান্স।

কাতার বিশ্বকাপে স্পেন, পর্তুগালের মতো জায়ান্টদের হারিয়ে মরক্কোর সেমিফাইনাল পর্যন্ত আসা স্বর্ণাক্ষরে লেখা থাকবে আরব ও আফ্রিকান দেশগুলোর ফুটবল ইতিহাসে। বিশ্বকাপের ৯২ বছরের ইতিহাসে প্রথম আরব ও আফ্রিকান দেশ হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করে এই গৌরব আরো বাড়িয়ে দিয়েছে মরক্কো। অন্যদিকে অন্যতম ফেভারিট হিসেবে শুরু করে শেষ আটে ইংল্যান্ডকে হারিয়ে ট্রফি আরোর কাছাকাছি এসেছে ফ্রান্স। ইঞ্জুরি জর্জরতায় দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের না পেলেও ঠিক নিজেদের প্রমাণ করেছে দেশমের শিষ্যরা।

আজ রাতে ১টায় দ্বিতীয় সেমিফাইলাল আল বায়াত স্টেডিয়ামে খেলতে মাঠে নামবে এমবাপ্পের ফ্রান্স ও হাকিমির মরক্কো। কাতার বিশ্বকাপের আসল লড়াই চলছে। ফাইনালে ওঠার লড়াই গতকাল রাতে আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া মুখোমুখি হয়েছে। অই ম্যাচে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারিয়ে ইতোমধ্যে প্রথম দল হিসেবে ফাইনলা নিশ্চিত করে ফেলেছে মেসি ও তার সতীর্থতা। আজ দুর্দান্ত লড়াইয়ে নামবে ফ্রান্স ও মরক্কো। এখন দেখার বিষয় কে ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হয়। দুরন্ত মরক্কো নাকি অভিজ্ঞ ফ্রান্স?

ফ্রান্স-মরক্কোর লড়াই ফুটবল বিশ্ব দেখেছিল সর্বশেষ ১৫ বছর আগে। এত বছর পর কাতারে আবারও তাদের লড়াইয়। যদিও মরক্কোর বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচে এখন পর্যন্ত অপরাজিত ফরাসিরা। তবে দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে ইতিহাস গড়া আফ্রিকার দলটির বিপক্ষে তারা এবার আধিপত্য ধরে রাখতে পারবে কি না- সেটাই এখন দেখার বিষয়। সবচেয়ে বড় চ্যালেঞ্জ মরক্কোর রক্ষণ, এখনো পর্যন্ত মরক্কো কোনো গোল খায়নি। পুরো টুর্নামেন্টে বিপক্ষের কোনো খেলোয়াড়ের পা থেকে কোনো বল তাদের জালে জড়ায়নি। টুর্নামেন্টের একমাত্র গোল যেটা তাদের হজম করতে হয়েছে কানাডার সঙ্গে গ্রুপ লিগে, সেটিও আত্মঘাতী গোল। অর্থাৎ বিপক্ষের কোনো ভূমিকা নেই। এটাই এখন চ্যালেঞ্জ ফ্রান্সের কাছে।

দু-দলের সবশেষ দেখার পর কেটে গেছে ১৫ বছর। কাতার বিশ্বকাপ দিয়ে আবারও মুখোমুখি হতে যাচ্ছে ফ্রান্স ও মরক্কো। বিশ্বসেরার মঞ্চে প্রথমবার সাক্ষাৎ হবে দল দুটির। সেমিফাইনালের ম্যাচটির আগে দু-দলের আরো কিছু পরিসংখ্যানে চোখ বুলিয়ে নেওয়া যাক-

মরক্কোর বিশ্বকাপ অভিষেক ১৯৭০ সালে। আফ্রিকার প্রথম দেশ হিসেবে বিশ্বকাপে গ্রুপ পর্ব পার করেছিল তারা, ১৯৮৬ আসরে। এবার তারা ছাড়িয়ে গেছে আগের সব সাফল্য। আরব ও আফ্রিকার প্রথম দল হিসেবে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে দলটি।

কোনো দলকে নকআউট পর্বে তোলা প্রথম আরব কোচ ওয়ালিদ রেগরাগি। গত সেপ্টেম্বরে মরক্কোর দায়িত্ব নেন তিনি। তার কোচিংয়ে এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলে অপরাজিত আফ্রিকার দলটি।

১৯৩০ সালে বিশ্বকাপের উদ্বোধন আসরে খেলা ১৩ দলের একটি ফ্রান্স। এ নিয়ে বিশ্বসেরার মঞ্চে ১৬-বার খেলছে দুবার শিরোপা জেতা দলটি।

১৯৯৮ সালে ব্রাজিলের পর প্রথম শিরোপাধারী দল হিসেবে সেমিফাইনালে খেলতে যাচ্ছে ফ্রান্স। ২০০২ সালে ব্রাজিলের পর প্রথম দল হিসেবে টানা দুই আসরে ফাইনালে খেলার হাতছানি ফরাসিদের সামনে।

টানা দুবার বিশ্বকাপ জেতা দল ইতালি (১৯৩৪ ও ১৯৩৮) ও ব্রাজিল (১৯৫৮ ও ১৯৬২)। ২০১৮ সালে রাশিয়া আসরে শিরোপা জেতা ফ্রান্সের সামনেও এখন এই রেকর্ড ছোঁয়ার সুযোগ।

মরক্কোর জালে এখন পর্যন্ত প্রতিপক্ষ একবারও বল পাঠাতে পারেনি। আসরে তারা একমাত্র গোল হজম করেছে গ্রুপ পর্বে কানাডার বিপক্ষে ২-১ ব্যবধানে জয়ের ম্যাচে; আত্মঘাতী গোলটি করেন ডিফেন্ডার নায়েফ আগের্দ।

বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি হতে যাচ্ছে ফ্রান্স ও মরক্কো। অফিশিয়াল আন্তর্জাতিক ম্যাচে এখন পর্যন্ত দুই দল পাঁচবার পরস্পরের বিপক্ষে খেলেছে; প্রথম দেখা ১৯৮৮ সালে, যেখানে ২-১ গোলে জিতেছিল ফরাসিরা।

অফিশিয়াল ম্যাচে মরক্কোর বিপক্ষে একবারও হারেনি ফ্রান্স। দু-দলের সবশেষ সাক্ষাৎ ২০০৭ সালে। প্যারিসে প্রীতি ম্যাচটি ২-২ গোলে ড্র হয়।

ষাট, সত্তর ও আশির দশকে আনফিশিয়াল ম্যাচও খেলেছিল ফ্রান্স ও মরক্কো।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭