ইনসাইড বাংলাদেশ

‘আমরা ভয়ে আছি’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 07/02/2018


Thumbnail

‘আমরাতো সাধারণ পাবলিক। আমরাতো থাকি কষ্টে। রায় হলে আমাদের গাড়িতে পেট্রোল বোমা মারতে পারে। রাস্তায় ব্যারিকেড দিতে পারে। আমাদের গাড়ি ভাঙচুর করতে পারে। তাই আমরা ভয়ে আছি।’

জিয়ার অরফানেজ দুর্নীতি মামলায় রায় বৃহস্পতিবার। বিএনপি চেয়ারপাসন বেগম জিয়া মামলার অন্যতম আসামি। রায়কে কেন্দ্র করে দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। এমন রাজনৈতিক পরিস্থিতিতে আতঙ্ক দেখা গেছে জনমনে। নিজের আতঙ্কের কথা এভাবেই জানালেন একজন সিএনজি অটোরিকশা চালক।

বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে মামলার রায়ে বেগম জিয়াকে দণ্ডিত হলে, যে কারাগারে নেওয়া হবে, সেই কারাগার ঘেরাও করা হবে। শনিবার বিক্ষোভ কর্মসূচি এবং রোববার থেকে টানা হরতাল এবং কারাগারের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি।

রায়ের দিন ভোর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগরীতে সব ধরনের জমায়েত ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

গোয়েন্দা সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার রায় ঘোষণার সুযোগ নিয়ে জামায়াত-শিবির ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করতে পারে। আরও বড় ধরনের সুযোগ নিতে পারে নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলো।

দেশের এমন পরিস্থিতিতে বুধবার দুপুরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে মতামত জানতে চায় বাংলা ইনসাইডার। তারা জানান নিজেদের আতঙ্ক ও জীবন সংশয়ের কথা।

৬ নং বাসের একজন চালক বলেন, ‘সবাই জানে যে কাল রায় হবে। তাই আতঙ্কিত হয়ে আছে। যদি গ্যানজাম লাগে, মারামারি লাগে এই কারণে কেউ নামতেছে না বাড়ি থেকে।’

প্রাইভেটকারের একজন চালক বলেন, ‘ যদি আন্দলোন হয়, বোমা মারে, গোলাগুলি হয়, সে জন্য ভয়ের মধ্য থাকে জনগণ। কাল গাড়ি বের হবে না, মালিক নির্দেশ দিয়ে দিছে।’

কারওরান বাজারের এক সবজি ব্যাবসায়ী জানান, ‘দুই দিন থেকে আতঙ্কের কারণে বাজারে পাইকার কমে গেছে। বেচা-কেনা কমে গেছে।’

অপর একজন ব্যাবসায়ী বাংলা ইনসাইডারকে বলেন, ‘মানুষজন আতঙ্কে আছে যেকোনো সময় একটা ঘটনা ঘটতে পারে। হামলা হতে পারে। ঢাকায় মানুষ জমায়েত করতে পারে। দোকান লুটপাট হতে পারে। শহরের মানুষ আতঙ্কের মধ্যে আছে।’

উত্তরায় বসবাসকারী এক ব্যবসায়ী জানান, আমি উত্তরা থেকে পুরান ঢাকায় আসতে ভয় পাচ্ছিলাম এই ভেবে না জানি কি বাসের ভিতরে গ্যানজাম হয় না বাসের সামনে গেনজাম হয়। আট তারিখ না গেলে আর আমাদের শান্তি হচ্ছে না।’

এক কলেজ শিক্ষার্থী বাংলা ইনসাইডারকে বলেন, কাল যেহেতু রায় হচ্ছে কি হবে আমরা কেউ জানি না। হরতাল হলে স্কুল বন্ধ হয়ে যেতে পারে। স্কুল খোলা থাকলে যাবার সময় আমাদের ক্ষতি হতে পারে। কিংবা গাড়ি ভাংচুর হতে পারে। কারো হয়তো জানও যেতে পারে। এই ব্যাপারগুলো নিয়ে কিছুটা আতঙ্কতো আছেই যে কি হবে?’

বাংলা ইনসাইডার/আরকে/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭