ইনসাইড গ্রাউন্ড

"কাতার বিশ্বকাপের ফাইনাল দিয়েই বিশ্বকাপ ক্যারিয়ার শেষ করতে চাই"


প্রকাশ: 14/12/2022


Thumbnail

গ্রুপ পর্বের প্রথম ম্যাচ হেরেও কাতার বিশ্বকাপের প্রথম দল হয়ে ফাইনালের মঞ্চে আর্জেন্টাইনরা। গতকাল ক্রোয়েশিয়াকে - গোলে হারিয়ে ৬ষ্ঠ বারের মত ফাইনালে উঠেছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এটা যেমন আর্জেন্টাইন ভক্তদের জন্য খুশির খবর, রয়েছে মন খারাপের খবরও। যদিও খবরটি পুরোনো তবে নিশ্চিত ছিলোনা। আর্জেন্টাইন দলের মধ্যমণি লিএনেল মেসির এটিই যে শেষ বিশকাপ সেটি নিশ্চিত করেছেন মেসি নিজেই। গতকাল সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে হারানোর পরে সংবাদ মাধ্যমকে নিজেই জানালেন আগামী বিশ্বকাপে দলের হয়ে দেখা যাবে না তাকে। আর এতেই মন খারাপ কোটি মেসি ভক্তের। তাই সবার মন থেকে প্রত্যাশা ক্যারিয়ারের শেষ বিশ্বকাপটা যেনো উঠে মেসির হাতেই।

সেমিফাইনাল খেলার আগে সংবাদ সম্মেলনে কোচ স্কালোনিকে প্রশ্ন করা হয়েছিলো মেসির শেষ বিশ্বকাপ নিয়ে তবে তিনি নিশ্চিত হয়ে কিছু বলতে পারেননি। গতকাল ধোঁয়াশা কাটিয়ে মেসি নিজেই নিশ্চিত করেছেন কাতার বিশ্বকাপ তার শেষ বিশ্বকাপ।

গতকাল ক্রোয়েশিয়াকে হারানোর পরে সংবাদ মাধ্যমের সাথে কথা বলেন মেসি। আর্জেন্টাইন সংবাদ মাধ্যমওলেএবং স্পানিশ সংবাদ মাধ্যমমার্কা সাথে প্রায় মিনিটের মত কথা বলেন তিনি। শুরুতেই মেসি বলেন,“বিশ্বকাপ ফাইনাল দিয়ে ক্যারিয়ার শেষ করতে পারা সত্যিই গর্বের মত। নিশ্চিতভাবেই রোববার কাতার বিশ্বকাপ হবে আমার শেষ ম্যাচ। পরের বিশ্বকাপ অনেক দূরের পথ। তত দিন পর্যন্ত সময় থাকবে বলে মনে হয় না। তাই সবচেয়ে ভালোভাবে শেষ করার আশা রাখি

রোববারের ফাইনাল নিয়ে ফুটবল জাদুকর বলেন, ফাইনালে নিজেদের সর্বচ্চো টা দিয়ে প্রতিপক্ষের সাথে লড়াই করবো। সত্যিটা হলো এখন মাথার ভিতর অনেক কিছুই কাজ করছে। গ্রুব পর্বের প্রথম ম্যাচ হারলেও আমরা এখন বিশ্বকাপের শেষ ম্যাচটি খেলার অপেক্ষায়। বিশ্বকাপটি আমরা উপভোগ করছি। আমরা আমাদের শক্তি সম্পর্কে জানি, ফাইনালে জয়ের জন্য আমরা আমাদের নিংড়িয়ে দিবো। জয়ের জন্য যা যা দরকার তাই করবো

মেসি আরও বলেন,ক্যারিয়ারে প্রথম বিশ্বকাপ ফাইনাল খেলার সুযোগ এসছিলো ২০১৪ সালে কিন্তু চিরচেনা জার্মানির কাছে - গোলের পরাজয়ে ভক্তদের হতাশ করেছি আমরা। তবে এবার দৃঢ়ভাবে ভক্ত-সমর্থকদের বলতে চাই আমাদের উপর বিশ্বাস রাখুন,আমাদের দলটা বেশ শক্তিশালী

মেসির চোখে মুখে যে ফাইনালের স্বপ্ন সেটি তার কথায় প্রকাশ পাচ্ছে সব শেষে তিনি বলেন, কাতার বিশ্বকাপ আমরা উপভোগ করছি, বিশ্বকাপের ভালো খারাপ দুইটি মুহুর্ত আমরা মোকাবেলা করেছি। তবে ফাইনালে উঠতে পেরে আমরা আনন্দিত। না জানি আর্জেন্টাইনরা কত খুশি

 

 

    

 

 

 

 

 

 

 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭