ইনসাইড গ্রাউন্ড

"মেসির জন্য কাতার বিশ্বকাপ অবধারিত"


প্রকাশ: 14/12/2022


Thumbnail

টানা ৩৬ ম্যাচ অপরাজিত থেকে কাতার বিশ্বকাপে আসে আর্জেন্টিনা। বিশ্বকাপ শুরুর আগে ফুটবল বোদ্ধাদের প্রথম পচন্দ ছিলো মেসিরা। কিন্তু গ্রুপ পর্বের প্রথম ম্যাচে সৌদি আরবের সাথে - গোলে হেরে শুরুটা ছিলো দুঃস্বপ্নের মতো। তবে সকল জল্পনা কল্পনা দুরে পাঠিয়ে বিশ্বকাপ ফাইনালে এখন আলবিসেলেস্তরা। স্বপ্নের ট্রপি ছোঁয়া থেকে মেসিরা আর একটি ম্যাচের অপেক্ষায়। আজ ২য় সেমিফাইনালে ফ্রান্স-মরক্কোর খেলা শেষেই দেখা যাবে ফাইনালে মেসিদের প্রতিপক্ষ কে হবে।

অবশ্যক নেদারল্যান্ডেসের সাথে টাইব্রেকারে জয়ের পরেই মেসির হাতেই বিশ্বকাপ ট্রপি উঠবে বলে মন্তব্য করেছিলেন সুইডেনের খেলোয়াড় ইব্রাহিমোভিচ। এসি মিলানের তারকার মতে বিশ্বকাপ ট্রপিটা মেসির জন্য অবধারিত। তিনি আরও বলেন,“এটাই নাকি বিধাতার লিখন, ‘আমার মনে হয় ভাগ্য লিখেই রেখেছে কে বিশ্বকাপ জিতবে। বুঝতেই পারছেন কার কথা বলছি। আমার মনে হয় লিওনেল মেসির হাতে বিশ্বকাপ শিরোপা উঠবে। ভাগ্যে এটা লেখা হয়েই গেছে

এবার বিশ্বকাপে ফেভারিটের তকমা না থাকলেও সেমিফাইনালে উঠে গেছে মরক্কো। আফ্রিকার দেশ  হয়ে ইতিহাস তৈরি করা মরক্কোর সাফল্যে বিস্মিত নন ইব্রাহিমোভিচ। মরক্কোকে নিয়ে তিনি বলেন, আমার মনে হয়নি এখানে বিস্ময়ের কিছু আছে। ওরা ভালো দল। প্রতিটি ম্যাচে লড়াই করেই জিতেছে। তবে সেমিফাইলে উঠা তাদের জন্য বিশাল অর্জন। নতুন দলের সেমিফাইনালে যাওয়া সমর্থকেরা উপভোগ করে।

 

 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭