ইনসাইড গ্রাউন্ড

ম্যাচ প্রেডিকশন: ফ্রান্স ও মরক্কো


প্রকাশ: 14/12/2022


Thumbnail

ফাইনালে উঠার লড়াইয়ে আজ রাতে মুখোমুখি হবে ফ্রান্স ও মরক্কো। আল বাইত স্টেডিয়ামে এক দলের সামনে সুযোগ রয়েছে টানা দ্বিতীয়বার ফাইনালে খেলার সুযোগ। আরেক দলের সামনে হাতছানি তাদের রুপকথা এগিয়ে নিয়ে যাওয়ার।

২০১৮ রাশিয়া বিশ্বকাপের শিরোপা জেতে ফরাসিরা। এর আগে ১৯৮২ ও ৮৬ বিশ্বকাপে টানা দুই আসরে শেষ চারে খেললেও, বিদায় নিতে হয় সেমিফাইনাল থেকেই। নিজেদের ইতিহাসে কখনোই টানা দুটি ফাইনালে উঠতে পারেনি দলটি। এর সাথে থাকছে শিরোপা ধরে রাখার সুযোগ। বিশ্বকাপের আগে সে ঘোষণাই দিয়েছিলো ফ্রান্স।

আর ফুটবল প্রেমীদের কাছে এরই মধ্যে চমকের বিশ্বকাপ হিসেবে অ্যাখা পেয়েছে কাতারে অনুষ্ঠিত ২২তম আসরটি। আর সে পথে বড় নাম হয়ে এসেছে মরক্কো। আফ্রিকা অঞ্চলের প্রতিনিধি হিসেবে বিশ্বকাপের বাছাইপর্ব উতরে মূল পর্বে জায়গা করে নেয়া দলটি একের পর এক চমক দেখিয়ে যোগ্যতা অর্জন করেছে সেমিফাইনালে খেলার। আরব ঘেষা দেশটি যেন মরুর বুকে এক টুকরো স্বগীয় বাগানের জন্ম দিয়েছে। আফ্রিকা কিংবা আরবদের প্রথম ও একমাত্র প্রতিনিধি হিসেবে তারা ফ্রান্সের বিপক্ষে শেষ চারের লড়াইয়ের মুখোমুখি হবে।

গতি আর আক্রমণাত্নক ফুটবলে প্রতিপক্ষকে ভেঙে দেন ফরাসিরা। তবে এক্ষেত্রে মরক্কো খেলে ভিন্ন কৌশলে। রক্ষণভাগ জমাট রেখে মাঝমাঠ থেকে চালিকা শক্তি পায় তাদের খেলা। আর কাউন্টার অ্যাটাকে গিয়ে বিপক্ষে দলের রক্ষণে ভীতি ছড়িয়ে আদায় করে নেন মূল্যবান গোল।

ফ্রান্সের দলটি তারকায় ঠাসা। সে তুলনায় তেমন কোন বড় তারকা নেই মরক্কো দলে। তবে রয়েছেন একঝাঁক নিবেদিত প্রাণ ফুটবলার, যারা জয়ের ক্ষুধায় উন্মত্ত। ফরাসি ফুটবলাররা রয়েছেন দারুণ ছন্দে। কিলিয়ান এমবাপ্পে তো আছেনই, গ্রিজম্যান-জিরু-চুয়ামেনিরা হুমকি হয়ে উঠতে পারেন যে কোন সময়। 

তবে তাদের বিপরীতে মরক্কোর সবচেয়ে বড় আস্থা হতে পারেন তাদের গোলবারের দ্বায়িত্ব সামলানো ইয়াসিন বোনো। হাকিম জিয়েশ-আশরাফ হাকিমি-সোফিয়ান বোফালরাও ফরাসিদের পরিকল্পনা ভেস্তে দেয়ার সামর্থ্য রাখেন। তাই র্যাঙ্কিং কিংবা কাগজে-কলমের হিসেব বদলে দিতে পারেন আটলাস লায়ন্সরা।

বিশ্লেষকের মতে ফাইনালে উঠতে হাড্ডাহাড্ডি লড়াই করবে দুই দল। ফ্রান্সের শক্তিশালী আক্রমণভাগের সাথে পরীক্ষা হবে মরক্কোর জমাট রক্ষণভাগের। সে পরীক্ষা উতরে যেতে সর্বস্ব নিঙরে দিতে চাইবেন দুই দলের ফুটবলাররাই। ম্যাচটিতে ২-০ ব্যবধানে জয় পাবে ফ্রান্স। এগিয়ে যাবে নিজেদের তৃতীয় শিরোপার পথে- এমনটাই মনে করছেন অনেক বিশ্লেষক। তবে শেষ চারে খেলার পথে মরক্কোর পারফরম্যান্সও আশা জাগানিয়া। সামর্থ্য রয়েছে ফরাসিদের রুখে দেয়ার। পুরো বিশ্বকাপে এখনও তাদের জালে বল পাঠাতে পারেনি কোন প্রতিপক্ষ। গ্রুপ পর্বের একটি গোল হজম করলেও, সেটি ছিলো আত্নঘাতী। তবে নতুন ইতিহাসের হাতছানিতে ভালই রোমাঞ্চিত থাকবেন তারা। ২-১ গোলে রুখে দিতে পারে বর্তমান চ্যাম্পিয়নদের।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭