ইনসাইড বাংলাদেশ

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ


প্রকাশ: 15/12/2022


Thumbnail

ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। ফলে মাঝ নদীতে আটকা পড়েছে ছোট-বড় ৫টি ফেরি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা অঞ্চলের সহকারী ব্যবস্থাপক আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে ঘন কুয়াশা পড়তে শুরু করলে ফেরি চলাচল ব্যাহত হয়। পরে বৃহস্পতিবার ভোর ৫টার দিকে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে পড়ে। তাই নৌ দুর্ঘটনা এড়াতে ভোর সাড়ে ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ।

আব্দুস সালাম জানান, এরই মধ্যে ছোট-বড় প্রায় ১২০টি যানবাহন ও যাত্রী নিয়ে মাঝ নদীতে আটকা পড়েছে ৫টি ফেরি। তীব্র শীতে মাঝ নদীতে আটকে পড়া ফেরিগুলো পাড়ে ফেরার অপেক্ষায় রয়েছে।

তিনি বলেন, ‘কুয়াশার মাত্রা কমে না আসা পর্যন্ত ফেরি চলাচল সম্ভব না। সে পর্যন্ত অপেক্ষা করতে হবে।’

এদিকে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাটে পারাপারের অপেক্ষায় থাকা যানবাহন ও যাত্রীর সংখ্যা বাড়ছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭