ইনসাইড বাংলাদেশ

রায়ের জন্য প্রস্তুত আদালত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 08/02/2018


Thumbnail

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় আজ। রায়ের জন্য সকাল ১১ টার আগেই প্রস্তুত হয়ে গেছে আদালত।

বেলা ১১ টার আগেই রাজধানীর পুরান ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে স্থাপিত বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান সেখানে পৌঁছেছেন।

এর আগে সকাল সাড়ে ৮ টায় মামলার দুই আসামি শরফুদ্দিন ও সলিমুল হক কামালকে কারাগার থেকে আদালতে নিয়ে আসে পুলিশ। জিয়া অরফানেজ দুর্নীতি মামলায় মোট আসামি ছয়জন। তার মধ্যে তিনজনই পলাতক। আর মামলার অন্যতম আসামি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বিএনপি সূত্রে জানা গেছে, কিছুক্ষণের মধ্যেই গুলশানের বাসভবন থেকে বকশীবাজারের আদালতের উদ্দেশ্যে রওয়ানা হবেন বিএনপি চেয়ারপারসন।

রায়কে ঘিরে বিশৃঙ্খলার আশঙ্কায় বকশীবাজার অস্থায়ী আদালত প্রাঙ্গন ও আদালত সংলগ্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।


বাংলা ইনসাইডার/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭