ইনসাইড বাংলাদেশ

রাজধানীজুড়ে চাপা উৎকণ্ঠা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 08/02/2018


Thumbnail

জিয়া অরফানেজ দুর্নীতি মামলার রায় আজ বৃহস্পতিবার। রায়কে ঘিরে রাজধানী জুড়ে দেখা গেছে চাপা উত্তেজনা। সড়কে কিছু গণপরিবহন দেখা গেলেও প্রাইভেট কার বা মাইক্রোর সংখ্যা ছিল একেবারেই কম। আর গণপরিবহনগুলোতে যাত্রীর সংখ্যাও ছিল কম।

অফিসগামী একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁরা কষ্ট করে অফিসে রওয়ানা হলেও কীভাবে ফিরবেন তা নিয়ে শঙ্কিত।

চাপা উৎকণ্ডার মধ্যেও আজ আবার এসএসসি পরীক্ষা। বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখা গেছে, নিদিষ্ট সময়ের আগেই অনেক পরীক্ষার্থী কেন্দ্রে উপস্থিত হয়েছেন। আমিনুল নামের একজন অভিভাবক জানান, ছেলের পরীক্ষা নিয়ে খুব চিন্তায় ছিলাম। কিন্তু রাস্তায় যাটজট না থাকায় আগেই চলে এসেছি।

এদিকে খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য বাড়তি পুলিশ বিশেষ সতর্কতায় রয়েছে। সড়কগুলোতে চলছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও পুলিশের ক্রমাগত টহল।

রাজধানীর পুরান ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে স্থাপিত বিশেষ জজ আদালতে রায় ঘোষণা হবে। রায়কে ঘিরে বিশৃঙ্খলার আশঙ্কায় অস্থায়ী আদালত প্রাঙ্গন ও আদালত সংলগ্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।


বাংলা ইনসাইডার/এসএ/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭