ইনসাইড বাংলাদেশ

ভ্রমণ পিপাসুদের ভিড় কক্সবাজার সমুদ্র সৈকতে


প্রকাশ: 17/12/2022


Thumbnail

ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সমুদ্র সৈকত। পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে ট্যুরিস্ট পুলিশ ও লাইফ গার্ড। 

শুক্রবার সকাল থেকে সৈকতের সুগন্ধা, লাবনী, কলাতলী ও সী ইন পয়েন্টসহ সবগুলো পয়েন্টে পর্যটকদের ভিড় লক্ষ্য করা গেছে। বিপুল সংখ্যক পর্যটক আগমনে শীত মৌসুমের শুরুতে চাঙ্গাভাব ফিরেছে পর্যটন শিল্পে। 

কক্সবাজার সমুদ্র সৈকত ভ্রমণের পাশাপাশি পর্যটকরা ঘুরে বেড়াচ্ছেন ইনানী পাথুরে বীচ, হিমছড়ি ঝর্ণাসহ রামুর বৌদ্ধ মন্দির ও মহেশখালীর আদিনাথ মন্দিরে। 

কক্সবাজার হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক মুকিম খান জানিয়েছেন, বিজয় দিবস উপলক্ষে লক্ষাধিক পর্যটকের সমাগম ঘটেছে। বুকিং হয়েছে বিভিন্ন হোটেল মোটেলের ৬০ থেকে ৭০ শতাংশ কক্ষ। শনিবার পর্যটকদের আগমন আরো বাড়তে পারে বলে জানান তিনি। 

এদিকে, আগত পর্যটকের নিরাপত্তায় যৌথভাবে কাজ করছে কক্সবাজার জেলা প্রশাসন ও ট্যুরিস্ট পুলিশ।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭