ইনসাইড বাংলাদেশ

গোয়েন্দা ব্যর্থতা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 08/02/2018


Thumbnail

জিয়া অরফানেজ দুর্নীতি মামলার রায় উপলক্ষে বৃহস্পতিবার বিশেষ নিরাপত্তা নেওয়া হয় রাজধানী জুড়ে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেগম জিয়ার গাড়ি বহরের গতিপথ প্রতিদিনের রুট বাদ দিয়ে মগবাজারের ফ্লাইওভারের নিজ দিয়ে আনা হয়। অথচ সেখানেই অপেক্ষা করছিল বিপুল সংখ্যক নেতাকর্মীরা।

আগে থেকেই মগবজার ফ্লাইভারের কাছে অবস্থান নেওয়া বিএনপির নেতাকর্মীরা বেগম জিয়ার গাড়ি ঘিরে ফেলে। পরে নেতাকর্মীদের ভিড়ে ধীরে চলতে থাকে বেগম জিয়ার গাড়িবহর।

গোয়েন্দারা চিন্তাই করতে পারেনি বিএনপির নেতাকর্মীরা এমন পদক্ষেপ নিতে পারে। আর অবস্থাদৃষ্টে মনে হয় বেগম জিয়ার গাড়িবহরের রুট পরিবর্তনের কথা আগে থেকেই জানা ছিল বিএনপির। তবে কী গোয়েন্দা তথ্য ফাঁস করেছে কেউ?

আজকের দিনে বিএনপির নেতাকর্মীদের সমাবেশ ও রাজপথে থাকার সম্পূর্ণ ব্যর্থতা গোয়েন্দাদের। তাদের এত তৎপরতা পরও কীভাবে বেগম জিয়ার গাড়িবহরের পাশে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হতে পারল। এখন রাজধানীজুড়ে সংঘর্ষের এমন পরিস্থিতির জন্য দায় ব্যর্থতার দায় কোনোভাবেই এড়াতে পারেনা গোয়েন্দারা।


বাংলা ইনসাইডার/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭