ইনসাইড গ্রাউন্ড

"বিশ্বকাপ ফাইনাল পরিচালনা করা গৌরবের"


প্রকাশ: 18/12/2022


Thumbnail

দ্যা গ্রেটেস্ট শো অন আর্থের ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা বনাম ফ্রান্স। আজ রাত টায় কাতারের লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। উত্তেজনাকর বিশ্বকাপ ফুটবল ফাইনাল ম্যাচটি পরিচালনা করবেন পোল্যান্ডের রেফারি সিমন মার্চি নিয়াক।

বিশ্বকাপের মত আসরে ফাইনাল ম্যাচ পরিচালনা করা যে কোন রেফারির জন্য গৌরবের বিষয়। ফুটবল রেফারিদের জন্য এটি সম্মানেরও। আজ সে গৌরব এবং সম্মান দুইটাই অর্জন করতে যাচ্ছেন পোল্যান্ডের রেফারি সিমন মার্চি নিয়াক। ৪১ বছর বয়সী এই রেফারি আর্জেন্টিনা ফ্রান্সের ফাইনাল ম্যাচে হেড রেফারির দায়িত্ব পালন করবেন। ২০১১ সালে মার্চি নিয়াক ফিফার তালিকাভুক্ত রেফারি হয়েছিলেন। এবারই প্রথম দায়িত্ব পেলেন বিশ্বকাপ ফাইনাল পরিচালনার। গ্রুপ পর্বে ফ্রান্স-ডেনমার্ক এবং শেষ ষোলোতে আর্জেন্টিনা অস্ট্রেলিয়ার ম্যাচ পরিচালনা করেন।

বিশ্বকাপ ফাইনাল পরিচালনা নিয়ে গনমাধ্যমকে মার্চি নিয়াক বলেন, "বিশ্বকাপে ম্যাচ পরিচালনা গৌরবের। ফাইনাল তো একজন রেফারির সেরা অর্জন। ফিফা আমার নাম ঘোষণার পর কিছুটা আবেগ আপ্লূত হয়ে পড়ি। ফাইনাল মানেই তো সেরা হওয়ার লড়াই। এখানে ফেয়ার প্লের জন্য রেফারির গুরুত্ব অনেক। আমার বিশ্বাস কোনো বিতর্ক ছাড়াই ম্যাচ পরিচালনা করতে পারব। এক্ষেত্রে দুই দলের সহযোগিতা দরকার।"



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭