ওয়ার্ল্ড ইনসাইড

হিজাববিরোধী বিক্ষোভে সমর্থন, ইরানে অস্কারজয়ী অভিনেত্রী আটক


প্রকাশ: 18/12/2022


Thumbnail

ইরানে পুলিশের হেফাজতে মাহসা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে হিজাববিরোধী বিক্ষোভের জেরে এবার অস্কারজয়ী অভিনেত্রী তারানেহ আলিদুস্তিকে আটক করেছেন দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

শনিবার (১৭ ডিসেম্বর) ইরানের গণমাধ্যম ৩৮ বছর বয়সী এই অভিনেত্রীকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানায়, তারানেহ আলিদুস্তিকে দেশজুড়ে আন্দোলন সম্পর্কে 'মিথ্যা ছড়ানোর' অভিযোগে আটক করা হয়েছে।

গত ৮ ডিসেম্বর মোহসেন শেকারি নামে ২৩ বছর বয়সী এক যুবককে মৃত্যুদণ্ড দেয় ইরানের আদালত। ওই যুবকের অপরাধ, গত সেপ্টেম্বরে তিনি তেহরানের একটি প্রধান সড়ক অবরোধ করেন এবং আধাসামরিক বাহিনীর একজন সদস্যকে আহত করেন।

একই দিনে (৮ ডিসেম্বর) ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন অভিনেত্রী আলিদুস্তি।  

একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘প্রতিটি আন্তর্জাতিক সংস্থা যারা এই রক্তপাত দেখছে এবং সঠিক পদক্ষেপ নিচ্ছে না, তারা মানবতার জন্য কলঙ্ক। ’ সেই পোস্টের জেরেই আটক হয়েছেন আলিদুস্তি।

ইরানের অস্কারজয়ী এই অভিনেত্রী ‘দ্যা সেলসম্যান’ চলচ্চিত্রে অভিনয় করে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন। ইনস্টাগ্রামে তার ৮০ লাখের বেশি অনুসারী রয়েছে ।

প্রসঙ্গত, গত ১৩ সেপ্টেম্বর পর্দা পালনের নিয়ম ভাঙার অভিযোগে ২২ বছর বয়সী মাহসা আমিনিকে তেহরান থেকে আটক করে ইরানের  ‘নৈতিকতাবিষয়ক’ পুলিশ। আটকের পর মাহসা থানায় অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। গত ১৬ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় এ তরুণীর।  

এ ঘটনার প্রতিবাদে ব্যাপক আন্দোলন শুরু হয় দেশজুড়ে। দেশটিতে এ পর্যন্ত সহিংসতায় প্রাণ গেছে কয়েকশ জনের। বিক্ষোভে অংশ নেন দেশটির তরুণ-তরুণীরা।  



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭