ওয়ার্ল্ড ইনসাইড

কঙ্গোতে বন্যা-ভূমিধস, মৃত্যু বেড়ে ১৬৯


প্রকাশ: 18/12/2022


Thumbnail

মধ্য-আফ্রিকার দেশ গণপ্রজাতন্ত্রী কঙ্গোর রাজধানী কিনশাসায় গত কয়েকদিনের বন্যায় মৃত্যু সংখ্যা বেড়ে ১৬৯-এ দাঁড়িয়েছে বলে দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে জাতিসংঘের মানবিক কার্যক্রম সমন্বয় কার্যালয় (ওসিএইচএ)।

শুক্রবার (১৬ ডিসেম্বর) ওসিএইচএ’র এক কর্মকর্তা জানান, কঙ্গোর রাজধানী কিনসাসায় এখন পর্যন্ত ৩০ জন গুরুতর আহত হয়েছে। ২৮০টি বাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। এ ছাড়া ৩৮ হাজার মানুষ পানিবন্দি রয়েছে। তিনি আরও জানান, মন্ট নাগফুলা এবং এনগালিয়েমা জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বন্যা আক্রান্ত এক ব্যক্তি গণমাধ্যমকে বলেন, আমরা কখনো এত পরিমাণ পানি চোখে দেখিনি। আমি ঘুমিয়ে ছিলাম। হঠাৎ বুঝতে পারি আমার পুরো ঘর পানিতে ভরে গেছে। আমি সবকিছু হারিয়েছি। আমার পরিবারের জন্য আর কোনো কিছু অবশিষ্ট নেই। 

এদিকে ওচা জানিয়েছে, যারা প্রাণ হারিয়েছেন তাদের মরদেহ দাফনে সঠিক ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিয়েছে কঙ্গো সরকার। কঙ্গোতে প্রায় বন্যা ভূমিধসের দেখা দিয়েছে। 

গত অক্টোবরে কঙ্গোর পাঁচটি প্রদেশ বন্যায় কবলে পড়ে। এর আগে ২০১৯ সালে বন্যায় কিনসাসায় ২৯ জন মারা যায়। গত কয়েকদিনের বন্যায় আফ্রিকা ২০টি দেশের আট দশমিক মিলিয়ন মানুষ বন্যায় আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭