ইনসাইড গ্রাউন্ড

মেসিকে অভিনন্দন জানালো নেইমার


প্রকাশ: 19/12/2022


Thumbnail

সোনালী এই ট্রফির স্বপ্ন দেখেছিলেন নেইমারও। তবে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে ১(৪)-১(২) ব্যবধানে হেরে হেক্সা জয়ের স্বপ্নটা এবারও পূরণ করতে পারেনি সেলেসাওরা এবং শেষ বেলায় এসে শিরোপা ওঠে লিওনেল মেসির হাতে। হয়তো নেইমারও এমনটিই চেয়েছিলেন। নিজেদের পথচলা থমকে গেলেও নিজের ক্লাব সতীর্থ মেসির হাতেই যেন শিরোপা উঠুক। দুজনের ঘনিষ্ঠতা দেখে এতটুকু আন্দাজ করাই যায়। তাইতো হতাশা ভুলে ঠিকই ফাইনালে চোখ রেখেছিলেন নেইমার। চোখ রেখেছিলেন বন্ধু ও ক্লাব সতীর্থ মেসির জন্য!

বিশ্বকাপ হাতে নেওয়া মেসিকে অভিনন্দন জানাতে দেরি করেননি নেইমার। নিজের ফেসবুক পেজে ব্রাজিল ফরোয়ার্ড লেখেন, ‘অভিনন্দন ভাই।’

রুদ্ধশ্বাস ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে ৩(৪)-৩(২) ফাইনালে হারায় আর্জেন্টিনা। যেখানে জোড়া গোল করেন মেসি। টুর্নামেন্ট জুড়ে তার কাঁধে ভর করেই হেঁটেছে আর্জেন্টিনা। প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে ২-১ গোলে হারলেও, সেই হার কেবলই অঘটন তা বিশ্বকাপ জিতে প্রমাণ করল আলবিসেলেস্তারা। মেসিও প্রমাণ করলেন তার ক্যারিয়ারে কোনো অপূর্ণতা নেই। আসরে ৭ গোলে করে টুর্নামেন্ট সেরার খেলোয়াড়ের পুরস্কারটা তার হাতে উঠেছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭