ইনসাইড বাংলাদেশ

বরিশালে ইটের ভাটায় লাখ টাকা জরিমানা


প্রকাশ: 20/12/2022


Thumbnail

বরিশালের বানারীপাড়ার বাইশারীতে ভেকু দিয়ে অবৈধভাবে সন্ধ্যা নদীর তীরবর্তী বসত বাড়ির মাটি কাটার অভিযোগে মোবাইল কোর্টে মেসার্স শিরিন ব্রিকসকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

২০ ডিসেম্বর মঙ্গলবার  দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফাতিমা আজরিন তন্বী এ অভিযানের নেতৃত্ব দেন। এসময় বানারীপাড়া থানার উপ-পরিদর্শক মাসুদ রানা উপস্থিত ছিলেন। 

এ প্রসঙ্গে বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফাতিমা আজরিন তন্বী বলেন, উপজেলার বাইশারী গ্রামের মিন্টু মৃধা  তার মালিকানাধীন মেসার্স শিরিণ ব্রিকসে ইট তৈরী করার জন্য ভেকু দিয়ে অবৈধভাবে ভাটা লাগোয়া সন্ধ্যা নদীর তীরের মাটি কাটার ফলে সেখানের বেশকিছু ফসলি জমিসহ বসতবাড়ি নদী গর্ভে বিলীন হওয়ার পথে রয়েছে। এ অভিযোগে মোবাইল কোর্টে জরিমানা করা হয়েছে। এদিকে বানারীপাড়ার অবৈধ ইট ভাটাগুলোর বিরুদ্ধেও অভিযান পরিচালনা করা হবে বলে জানান তিনি।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭