ইনসাইড গ্রাউন্ড

ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল কাতার বিশ্বকাপ


প্রকাশ: 20/12/2022


Thumbnail

মাত্র ১১ হাজার বর্গমাইলের দেশ কাতার। মরুরবুকে বিশ্বকাপ আয়োজন নিয়ে ছিলো ইউরোপিয়ানদের নানা অভিযোগ। তবে সবকিছুকে চাপিয়ে সফলভাবে শেষ করেছে বিশ্বকাপ আয়োজন। ১৮ই ডিসেম্বর ফাইনালের মধ্যে দিয়ে শেষ হয় ফুটবলের সবচেয়ে ব্যয়বহুল ইভেন্ট।

২২০ বিলিয়ন ডলার খরচ করে টাকার অঙ্কে সবার উপরে কাতার বিশ্বকাপ। তেল সমৃদ্ধ দেশটি বিশ্বকাপ আয়োজনের মাধ্যমে তাক লাগিয়ে দিয়েছে বিশ্বকে।  

২০১০ সালে বিশ্বকাপ আয়োজনের অনুমতি পাওয়ার পর থেকে খরচ শুরু করে কাতার। বেশিরভাগ অর্থ ব্যয় হয় অবকাঠামোগত নির্মাণে। বিশ্বকাপ খরচের অধিকাংশ টাকায় ব্যয় হয়েছে নতুন টি স্টেডিয়াম তৈরিতে।

পরিসংখ্যান বলছে ১৯৬৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ক্রীড়া জগতের ৩৬টি বিগ ইভেন্টের মধ্যে কাতার বিশ্বকাপের খরচই সবচেয়ে বেশি। এর মধ্যে রাশিয়ায় অনুষ্ঠিত সোচি অলিম্পিকে খরচ হয়েছে দ্বিতীয় সর্বোচ্চ ৫০ বিলিয়ন মার্কিন ডলার।

এত টাকা খরচ করলেও কি পরিমাণ অর্থ আয় হয়েছে কাতারের সেটি নির্দিষ্টভাবে জানা যায়নি। তবে বিশেষজ্ঞরা অনুমান করছেন খরচের তুলনায় লাভ খুবই অল্প হবে কাতারের।

   

 

 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭