ইনসাইড বাংলাদেশ

ছয় মাস পর যমুনা সার কারখানায় উৎপাদন শুরু


প্রকাশ: 21/12/2022


Thumbnail

ছয় মাস বন্ধ থাকার পর জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেডে (জেএফসিএল) সার উৎপাদন শরু হয়েছে।  মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাত থেকে উৎপাদন শুরু হয়েছে বলে জানিয়েছে জেএফসিএল কর্তৃপক্ষ।

জেএফসিএল সূত্রে জানা যায়, দেশের বৃহত্তম দানাদার ইউরিয়া উৎপাদনকারী শিল্পপ্রতিষ্ঠান জেএফসিএলে গত ২১ জুন তিতাস গ্যাসের চাপ কমে যাওয়ায় ইউরিয়া প্ল্যান্ট বন্ধ হয়ে যায়। ফলে কারখানায় সার উৎপাদন বন্ধ ছিলো। তিতাস গ্যাস সরবরাহ দেওয়ায় গতকাল রাত থেকে আবার সার উৎপাদন শুরু হয়েছে।

সার কারখানা সংশ্লিষ্ট জামালপুরের ট্রাক চালক এমদাদুল বলেন, ‘ছয় মাস সার উৎপাদন বন্ধ থাকায় কষ্টে ছিলাম। এহন আনন্দ লাগতাছে। আর কষ্ট করন লাগব না।’

কারখানার শ্রমিক-কর্মচারী ইউনিয়নের (সিবিএ) সভাপতি মোয়াজ্জেম হোসেন বলেন, দীর্ঘ ছয় মাস পর কারখানায় সার উৎপাদন শুরু হওয়ায় শ্রমিকেরা আনন্দিত।

কারখানার মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) দেলোয়ার হোসেন বলেন, তিতাস গ্যাস সরবরাহ দেওয়ায় গতকাল রাত থেকে কারখানায় সার উৎপাদন শুরু করা হয়েছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭