ইনসাইড গ্রাউন্ড

বিপিএলে সিলেটের হয়ে মাঠ মাতাবেন ইমাদ ওয়াসিম


প্রকাশ: 21/12/2022


Thumbnail

৫ই জানুয়ারিতে থেকে পর্দা উঠতে যাচ্ছে বিপিএলের নবম আসরের। ইতিমধ্যে বিপিএলে অংশগ্রহণকারী  সাত দল গুছিয়ে নিয়েছে দলের সব খেলোয়াড়দের। চাহিদা অনুযায়ী দলে ভিড়িয়েছে বিদেশীদেরও। তবে শেষ মুহূর্তে বিপিএলে দল পেলেন পাকিস্তানি ক্রিকেটার ইমাদ ওয়াসিম।

পাকিস্তানি অলরাউন্ডারকে দেখা যাবে সিলেট স্ট্রাইকসের জার্সি গায়ে। মাঠ মাতাবেন বাংলাদেশের সফল অধিনায়ক মাশরাফির নেতৃত্বে। গতকাল রাতে এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে সিলেট ফ্র্যাঞ্চাইজি। ইমাদ দীর্ঘদিন ধরে পাকিস্তানের জাতীয় দলে না খেললেও, খেলে বেড়াচ্ছেন বিভিন্ন দেশের টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগে। বাঁহাতি অলরাউন্ডারকে দেখা যাবে এবার বিপিএলে  

বিপিএলে পাকিস্তানি ক্রিকেটারদের চাহিদা যে কোন দেশের তুলনায় অনেক বেশি থাকে। বিপিএলের নবম আসরও তার ব্যাতিক্রম নয়। ইমাদ ওয়াসিম ছাড়াও বিপিএলে দেখা যাবে পাকিস্তানের শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান, হাসান আলী, আবরার আহমেদ, শোয়েব মালিকদের মতো ক্রিকেটারদের। ছাড়া রয়েছেন শান মাসুদ, আহমেদ শেহজাদ, ইফতেখার আহমেদ, ওয়াহাব রিয়াজ, নাসিম শাহর মতো ক্রিকেটাররা। 

বিপিএলে সিলেট স্টাইকার্সের স্কোয়াড:

সরাসরি চুক্তিতে: মাশরাফী বিন মোর্ত্তজা, মোহাম্মদ আমির, মোহাম্মদ হারিস, রায়ান বার্ল, কামিন্দু মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরেরা, ইমাদ ওয়াসিম।

ড্রাফট থেকে: মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, রেজাউর রহমান রাজা, নাবিল সামাদ, তৌহিদ হৃদয়, রুবেল হোসেন, টম মুরর্জ, গুলবাদিন নায়েব, জাকির হোসেন, নাজমুল ইসলাম অপু, আকবর আলী, মোহাম্মদ শরিফুল্লাহ, তানজিম সাকিব।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭