ইনসাইড বাংলাদেশ

সাত জন বিশিষ্ট নাগরিক পাচ্ছেন বাংলা একাডেমির ‘সম্মানসূচক ফেলোশিপ’


প্রকাশ: 21/12/2022


Thumbnail

জাতীয় জীবনে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিসরূপ ভাস্কর হামিদুজ্জামান খানসহ সাত জন বিশিষ্ট নাগরিককে ‘সম্মানসূচক ফেলোশিপ’ দিচ্ছে বাংলা একাডেমি। আগামী ২৩ ডিসেম্বর একাডেমির সাধারণ পরিষদের ৪৫তম বার্ষিক সভায় আনুষ্ঠানিকভাবে এই ফেলোশিপ দেওয়া হবে।

বাংলা একাডেমির জনসংযোগ বিভাগ বুধবার (২১ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে।           

এ ছাড়াও, বাংলা একাডেমি থেকে ‘সম্মানসূচক ফেলোশিপ ২২’ এর মনোনীত ব্যক্তিরা হলেন, শিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, বিজ্ঞানে পাখি বিশারদ ও প্রাণী বিজ্ঞানী অধ্যাপক ড. মোহাম্মদ আলী রেজা খান, চিকিৎসায় অধ্যাপক মো. জাকির হোসেন, আলোকচিত্রে নাসির আলী মামুন, সংস্কৃতিতে জয়ন্ত চট্টোপাধ্যায় এবং সমাজসেবায় নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াৎ আইভী।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭