ইনসাইড গ্রাউন্ড

এবার ব্রাজিলের আমন্ত্রণ পেলেন লিওনেল মেসি


প্রকাশ: 21/12/2022


Thumbnail

লিওনেল মেসি ফুটবল বিশ্বের বিস্ময় বালক। কাতার বিশ্বকাপ জয়ের আগে অপূর্ণ ছিলো শুধুই বিশ্বকাপ ট্রফি। এবার সেটিও পূর্ণতা পেলো মুরুরবুকে। ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে ৩য় বারের মতো চ্যাম্পিয়ন হলো আলবিসেলেস্তেরা স্বপ্নের সে শিরোপা নিয়ে গতকাল নিজ দেশে গেলে আর্জেন্টাইনদের ভালোবাসায় সিক্ত হন মেসিরা।

বিশ্বকাপ শিরোপার জিতার পাশাপাশি মেসি হয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও। মেসির এমন নান্দনিক পারফরম্যান্সকে বিশেষ সম্মান দিয়ে চিরস্মরণীয় করে রাখতে চায় ব্রাজিল।

স্বপ্নের সোনালি ট্রফি নিয়ে নিজ দেশে পা রাখার পর থেকেই শুভেচ্ছা, সংবর্ধনায় সিক্ত আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসিকে অভিনন্দন জানাচ্ছে বিশ্বের ক্ষমতাধর ব্যাক্তিরাও। এবার পেলেন প্রতিবেশী দেশ ব্রাজিলের আমন্ত্রণ। পেলের দেশের বিখ্যাত মারাকানা স্টেডিয়ামের হল অফ ফেমে মেসির নাম যুক্ত করতে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে।

অবশ্য গেল বছরই মারাকানার স্টেডিয়ামেরহল অফ ফেমেমেসির উজ্জ্বল উপস্থিতির জন্য তাকে সেখানে যেতে অনুরোধ করা হয়েছিল। কিন্তু সেবার সে ডাকে সাড়া দেননি মেসি।

এবার যদি ব্রাজিলের আমন্ত্রণ গ্রহণ করে মেসি মারাকানায় যান তাহলে তৈরি হবে নতুন ইতিহাস। ফুটবল কিংবদন্তীদের নামের পাশে মারাকানায় যুক্ত হবে লিওনেল মেসির নামটিও। ফুটবলের অনেক বিখ্যাত খেলোয়াড়দের পদচিহ্ন রয়েছে মারাকানার হল অফ ফেমে।

হল অফ ফেমে যাদের কৃতিত্ব অমর হয়ে আছে তারা হলেন কিংবদন্তি পেলে, গ্যারিঞ্চা, রোনালদো নাজারিও, চিলির ইলিয়াস ফিগুয়েরোয়া, সার্বিয়ার ডি পেতকোভিচ, পর্তুগালের ইউসেবিও, উরুগুয়ের সেবাস্তিয়ান আবরেউ, জার্মানির ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের মত তারকারা। মেসি আমন্ত্রণে সাড়া দিলে সেই তালিকাতেই জুড়ে যাবে তার নামও। 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭