ইনসাইড বাংলাদেশ

যে ২ রুম পেলেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 08/02/2018


Thumbnail

নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে আসামিদের বাচ্চাদের জন্য একসময় ব্যবহৃত হতো কিডস ডে কেয়ার সেন্টার। এই সেন্টারের তিনতলা ভবনের নিচতলায় দুটি রুমে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার থাকার ব্যবস্থা করা হয়েছে।      

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত হওয়ার পর দুপুরে তাকে সেখানে নিয়ে যাওয়া হয়।

এর আগে বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে রায় ঘোষণা করেন বকশীবাজার কারা অধিদপ্তরের প্যারেড গ্রাউন্ডে স্থাপিত বিশেষ আদালতের বিশেষ জজ-৫ এর বিচারক ড. মো. আখতারুজ্জামান।

এর আধাঘণ্টা পর খালেদা জিয়াকে কড়া পুলিশি পাহারায় কারাগারে নেয়া হয়।

অন্যদিকে খালেদা জিয়ার পরিচারিকা ফাতেমাকে তার সঙ্গে রাখার আবেদন করা হলেও সে বিষয়ে কোনো আদেশ জানা যায়নি।

রায় উপলক্ষে গতকাল বুধবার থেকেই কারাগার ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। বসানো হয় নতুন করে সিসি ক্যামেরা।

এই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৫ বছর ও দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ অপর পাঁচ আসামির ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।


বাংলা ইনসাইডার/এমআরএইচ/জেডএ





প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭