ইনসাইড গ্রাউন্ড

বিশ্বকাপ শেষে কাতারের দোহা এখন নীরব শহর


প্রকাশ: 21/12/2022


Thumbnail

মাসব্যাপী ফুটবল উম্মাদনার ফাইনাল শেষের মধ্যে দিয়ে পর্দা নামে কাতার বিশ্বকাপের। নভেম্বরের ২০ তারিখে শুরু হওয়া ফুটবল ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল আসরটি শেষ ১৮ই ডিসেম্বর। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখ লাখ মানুষের পদচারনায় এতদিন মুখরিত ছিলো কাতার। লোকে লোকারণ্য ছিলো পুরো দোহা। কিন্তু বিশ্বকাপ শেষে সে দোহা এখন নীরব শহর।

বিশ্বকাপ শেষে কাতার এখন জনশূন্য দুইদিনে বদলে গেলো কাতারের দৃশ্যপট। রাস্তাঘাটে নেই তেমন ভিড়। মেট্রোরেল নেই কোন জনসমাগম। বড় বড় সড়কগুলো এখন ফাঁকা। মিডিয়া সেন্টারে প্রবেশ করতে কয়েক ধাপের নিরাপত্তা ব্যবস্থা ছিল। সেই মিডিয়া সেন্টারে এখন কোনো স্ক্যানিং বা সিকিউরিটি চেক নেই। ১৮ ডিসেম্বর রাত থেকেই এই চিত্র দেখা যাচ্ছে কাতারে।

আজ মিডিয়া সেন্টার কার্যক্রমের শেষদিন। ফাইনালের পর থেকেই সাংবাদিকরা গুছিয়ে নিয়েছেন নিজ নিজ সরঞ্জাম। অথচ এক একমাস বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাংবাদিকরা রাত-দিন কাটিয়েছেন মিডিয়া সেন্টারে। মিডিয়া সেন্টারটিও এখন সাংবাদিক  শূন্য।     

কিছু ব্যস্ততা আর জনসমাগম দেখা যাচ্ছে হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে। কারণ বিশ্বকাপ দেখতে আসা বিভিন্ন দেশের নাগরিকরা এখন ফিরে যাচ্ছেন নিজ নিজ দেশে। বিমানবন্দরে ফিফা বিশ্বকাপের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা। সেটাও শেষ হচ্ছে আজ রাতেই। 

 

 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭