ইনসাইড গ্রাউন্ড

টেস্ট অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে সাকিবের উন্নতি


প্রকাশ: 21/12/2022


Thumbnail

টেস্ট ক্রিকেটের অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে এক ধাপ উপরে ওঠেছেন বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। ৩২৯ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসির হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে এখন তিন নম্বরে অবস্থান করেছেন সাকিব। ভারতের বিপক্ষে চট্টগ্রামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বল হাতে অবদান রাখতে না পারলেও, ব্যাট হাতে দ্বিতীয় ইনিংসে ৮৪ রানের ইনিংস খেলেন সাকিব। এতে ইংলিশ অধিনায়ক বেন স্টোকসকে টপকে শীর্ষ তিনে ফিরলেন এই বাঁ-হাতি অলরাউন্ডার। অবশ্য ৩২৪ পয়েন্ট নিয়ে তার পরেই রয়েছেন স্টোকস।

প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১২ ওভার বল করেন সাকিব। ২৬ রান দিয়ে উইকেট শূন্য ছিলেন তিনি। তবে পিঠের ব্যাথার কারণে দ্বিতীয় ইনিংসে বল করেন নি তিনি। তবে ১০৮ বলে ৮৪ রানের বিস্ফোরক ইনিংস র‍্যাঙ্কিংয়ে এগিয়ে দেয় সাকিবকে। ৩৭৬ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট অলরাউন্ডারদের তালিকার শীর্ষে রয়েছেন ভারতের রবীন্দ্র জাদেজা। আর ৩৩৬ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছেন আরেক ভারতীয় রবিচন্দ্রন অশ্বিন। দ্বিতীয় টেস্টে ব্যাটে-বলে নৈপূর্ণ্য দেখিয়ে টেস্ট অলরাউন্ডাদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধারের সুযোগ রয়েছে সাকিবের সামনে। টেস্টে শীর্ষস্থান হারালেও ওয়ানডে এবং টি-টোয়েন্টি অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের এক নম্বরে রয়েছেন সাকিবই।

টেস্ট ব্যাটসম্যান র‍্যাঙ্কিংয়ে সাকিবের অবস্থান ৩৭ নম্বরে। তবে এই তালিকায় দুই ধাপ এগিয়ে ১৯ নম্বরে উঠে এসেছেন মুশফিকুর রহিম। ৬৭৭ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশিদের মধ্যে সবার উপরে থাকা লিটন কুমার দাস তার ১৪তম স্থান ধরে রেখেছেন।

বাংলাদেশের বিপক্ষে ব্যাট হাতে পারফরম্যান্সের পুরষ্কার পেয়েছেন ভারতের চেতেশ্বর পূজারা এবং শুভমান গিল। প্রথম ইনিংসে ৯০ এবং দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১০২ রানের সুবাদে ব্যাটসম্যানদের তালিকায় ১৬ নম্বরে উঠে এসেছেন পূজারা। আর দ্বিতীয় সেঞ্চুরি করে ১০ ধাপ এগিয়ে ৫৪তম স্থানে রয়েছেন শুভমান গিল।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭